জনগণের মৌলিক স্বার্থ সুরক্ষার উদ্দেশ্যে প্রাকৃতিক সভ্যতা নির্মাণের আইন প্রণয়ন করা হবে
  2018-03-12 19:05:16  cri
মার্চ ১২: চীনের দ্বাদশ জাতীয় গণকংগ্রেস-এনপিসি'র স্থায়ী কমিটি জনগণের মৌলিক স্বার্থ সুরক্ষার উদ্দেশ্যে প্রাকৃতিক সভ্যতা নির্মাণের আইন প্রণয়ন করেছে। চীনের প্রকৃত অবস্থা অনুযায়ী বায়ু ও পানি দূষণ সমস্যা সমাধানের কার্যক্রম জোরদার করা হবে।

এনপিসি'র স্থায়ী কমিটির পরিবেশ ও জ্বালানী সম্পদ সুরক্ষা কমিটির সদস্য ল্যু ছাই সিয়া (সোমবার) বেইজিংয়ে আয়োজিত ত্রয়োদশ এনপিসি'র প্রথম অধিবেশনের সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, দ্বাদশ এনপিসি পরিবেশ ও প্রকৃতি সুরক্ষা সম্পর্কিত আইন প্রণয়ন করেছে। এতে পরিবেশ সুরক্ষা আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন, সমুদ্র পরিবেশ সংরক্ষণ আইন, বায়ুমন্ডলীয় ও দূষণ প্রতিরোধ আইন, জল দূষণ প্রতিরোধ আইন সংশোধন করা হয়েছে। গভীর সমুদ্রপৃষ্ঠের সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন আইন এবং পারমাণবিক নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়েছে। এখন মৃত্তিকা দূষণ প্রতিরোধ আইনের খসড়া যাচাই করা হচ্ছে।

ধোঁয়াশা সম্পর্কে তিনি বলেন, এবারের সম্মেলনে প্রধানমন্ত্রীর সরকারি কার্যবিবরণীতে বলা হয়, গুরুত্বপূর্ণ এলাকায় দূষণকারী পিএম পরিমাণ ৩০ শতাংশ কমেছে। বেইজিংয়ের কাছাকাছি ১৩টি শহরে দূষণকারী এই উপাদান ২০১৩ সালের চেয়ে ৪০ শতাংশ কমেছে। এর মানে আমাদের ধোঁয়াশা প্রতিরোধ ও মোকাবিলায় সাফল্য অর্জিত হয়েছে। তবে, তিনি বলেন, পরিবেশ সুরক্ষার কাজ দীর্ঘকালীন, স্বল্পমেয়াদে তা পুরোপুরি মোকাবিলা করা যাবে না।

(ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040