এনপিসি'র অর্থ কমিটির উপ পরিচালক উরিতু আজ (সোমবার) বেইজিংয়ে আয়োজিত ত্রয়োদশ এনপিসি'র প্রথম অধিবেশনের সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।
তিনি বলেন, চীনা কমিউনিস্ট পার্টি-সিপিসি'র অষ্টাদশ জাতীয় কংগ্রেসের তৃতীয় সম্মেলনে কর আদায়ের বিধিবদ্ধ দায়িত্ব বাস্তবায়নের কথা বলা হয়েছে। বর্তমানে চীনে ১৮ ধরণের করের মধ্যে ৬টির বিধিবদ্ধ দায়িত্ব বাস্তবায়িত হয়েছে। এর মধ্যে চলতি পাঁচ বছরে দ্বাদশ এনপিসি পরিবেশ সুরক্ষা কর আইন, তামাক কর আইন ও জাহাজ টন কর আইন প্রণয়ন করেছে এবং কর্পোরেট আয়কর আইন সংশোধন করেছে। এছাড়াও আবাদি ভূমি দখল কর, জ্বালানী সম্পদ কর, ভোক্তা কর ও চুক্তি করের আইন এ বছর প্রণয়ন করা হবে।
(ছাই/মহসীন)