পার্লামেন্টের আস্থা ভোটে জয়লাভ করলেন নেপালি প্রধানমন্ত্রী
  2018-03-12 11:13:51  cri
মার্চ ১২: গতকাল (রোববার) সন্ধ্যায় নেপালি প্রধানমন্ত্রী কে.পি. শর্মা ওলি দুই তৃতীয়াংশেরও বেশি ভোট পেয়ে পার্লামেন্টের আস্থা ভোটে জয়লাভ করেন।

জানা গেছে, ২৬৮ জন পার্লামেন্ট সদস্য এ দিনের সম্মেলনে অংশ নেন। ওলি মোট ২০৮জন সদস্যের ভোট পান। উল্লেখ্য, সম্প্রতি মাধেসি সম্প্রদায়ের কয়েক বিরোধী দল এ সময় ওলি'কে সমর্থন দেন।

গত ১৫ ফেব্রুয়ারি ওলি প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন। দেশটির নতুন সংবিধান অনুযায়ী, নিযুক্ত হবার ৩০ দিনের মধ্যে পার্লামেন্টের সদস্যদের আস্থা ভোট অনুষ্ঠিত হয়। সুতরাং এবারের এ ভোট নতুন সরকারের জন্য গুরুত্বপূর্ণ।

প্রেমা/টুটুল

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040