ত্রয়োদশ এনপিসি'র প্রথম অধিবেশনে প্রতিনিধি দলের যাচাই সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি
  2018-03-11 17:37:17  cri
মার্চ ১১: চীনা কমিউনিস্ট পার্টি-সিপিসি'র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনা প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং, সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য ও চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং, সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য লি চান শু এবং সিপিসি'র কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির সম্পাদক চাও লে জি আজ (রোববার) বেইজিংয়ে ত্রয়োদশ চীনা জাতীয় গণ কংগ্রেসের প্রথম অধিবেশনে কোন কোন প্রতিনিধি দলের যাচাই সম্মেলনে উপস্থিত হন।

সি চিন পিং ছংছিং প্রতিনিধি দলের যাচাই সম্মেলনে উপস্থিত হন। ছংছিংয়ের প্রতিনিধিরা উচ্চ মানদন্ড উন্নয়ন, আইনগত প্রশাসনে গণ কংগ্রেসের ভূমিকা পালন, ছাংচিয়াং নদী বেসিনে প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা, নবায়ন ও উদ্ভাবন ত্বরান্বিত করা, মৌলিক পর্যায়ের সিপিসি'র প্রতিষ্ঠা এবং আকর্ষণীয় চীনা ঐতিহ্যগত সংস্কৃতি প্রচারের বিষয়ে মতামত ব্যক্ত করেছেন। সি চিন পিং বলেন, ছংছিংয়ের ব্যাপক সংখ্যক ক্যাডার ও নাগরিকদের উচিত একসঙ্গে উচ্চ মানদন্ড উন্নয়ন ত্বরান্বিত ও উচ্চ জীবনমান তৈরি করা। দৃঢ়ভাবে সিপিসি'র কেন্দ্রীয় ক্ষমতা সুরক্ষা করা, যাতে সংস্কার ও উন্নয়নের লক্ষ্য সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়া যায়।

প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং নিংসিয়া প্রতিনিধি দলের যাচাই সম্মেলনে উপস্থিত হন। তিনি বলেন, চলতি পাঁচ বছরে সিংসিয়া'র অর্থনীতি ও সমাজ উন্নয়নে ফলপ্রসূ উন্নয়ন বাস্তবায়িত হয়েছে। নিংসিয়া'র উচিত বাজার প্রাণশক্তি বৃদ্ধি করা, নাগরিকদেরকে আরো বেশি সুবিধা যোগান দেওয়া ও কাঠামোমূলক সংস্কার উন্নয়ন করা।

লি চান শু ইউনান প্রতিনিধি দলের যাচাই সম্মেলন ও চাও লে চি তিব্বত প্রতিনিধি দলের যাচাই সম্মেলনে উপস্থিত হন।

(ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040