সি চিন পিং ছংছিং প্রতিনিধি দলের যাচাই সম্মেলনে উপস্থিত হন। ছংছিংয়ের প্রতিনিধিরা উচ্চ মানদন্ড উন্নয়ন, আইনগত প্রশাসনে গণ কংগ্রেসের ভূমিকা পালন, ছাংচিয়াং নদী বেসিনে প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা, নবায়ন ও উদ্ভাবন ত্বরান্বিত করা, মৌলিক পর্যায়ের সিপিসি'র প্রতিষ্ঠা এবং আকর্ষণীয় চীনা ঐতিহ্যগত সংস্কৃতি প্রচারের বিষয়ে মতামত ব্যক্ত করেছেন। সি চিন পিং বলেন, ছংছিংয়ের ব্যাপক সংখ্যক ক্যাডার ও নাগরিকদের উচিত একসঙ্গে উচ্চ মানদন্ড উন্নয়ন ত্বরান্বিত ও উচ্চ জীবনমান তৈরি করা। দৃঢ়ভাবে সিপিসি'র কেন্দ্রীয় ক্ষমতা সুরক্ষা করা, যাতে সংস্কার ও উন্নয়নের লক্ষ্য সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়া যায়।
প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং নিংসিয়া প্রতিনিধি দলের যাচাই সম্মেলনে উপস্থিত হন। তিনি বলেন, চলতি পাঁচ বছরে সিংসিয়া'র অর্থনীতি ও সমাজ উন্নয়নে ফলপ্রসূ উন্নয়ন বাস্তবায়িত হয়েছে। নিংসিয়া'র উচিত বাজার প্রাণশক্তি বৃদ্ধি করা, নাগরিকদেরকে আরো বেশি সুবিধা যোগান দেওয়া ও কাঠামোমূলক সংস্কার উন্নয়ন করা।
লি চান শু ইউনান প্রতিনিধি দলের যাচাই সম্মেলন ও চাও লে চি তিব্বত প্রতিনিধি দলের যাচাই সম্মেলনে উপস্থিত হন।
(ছাই/মহসীন)