আজ (রোববার) চীনের কমিউনিস্ট পার্টির ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের প্রথম অধিবেশনের তথ্য কেন্দ্রে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে চীনের বাণিজ্য মন্ত্রী চুং শান এ কথা বলেছেন।
'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ ইতোমধ্যে ১৪০টিরও বেশি দেশ ও অঞ্চলের সক্রিয় সাড়া ও অংশগ্রহণ পেয়েছে। একজন জাপানি সাংবাদিক বলেন, জাপানের অর্থনৈতিক নীতিনির্ধারণী মহল 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ লক্ষ্য করছে। সম্প্রতি জাপানে 'এক অঞ্চল, এক পথ' সম্পর্কিত প্রকল্পে যোগ দেয়ার মতামত জোরালো হচ্ছে। জবাবে চুং শান বলেন, চীন জাপানের অংশগ্রহণকে স্বাগত জানায় এবং জাপানের সঙ্গে 'এক অঞ্চল, এক পথের' আওতায় সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী।
চুং শান বলেন, জাপান এবং 'এক অঞ্চল, এক পথ' সংশ্লিষ্ট দেশের সঙ্গে গত বছর চীনের আমদানি-রপ্তানীর মোট পরিমাণ ১.১ ট্রিলিয়ন মার্কিন ডলার। যা আগের বছরের তুলনায় ১৪.৮ শতাংশ বেশি। পরবর্তীতে চীন সংশ্লিষ্ট আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের জন্য প্রচেষ্টা চালাবে।(শুয়েই/মহসীন)