দুর্নীতিমুক্ত এবং নীতিনিষ্ঠার রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা উচিত: প্রেসিডেন্ট সি
  2018-03-11 15:59:06  cri

মার্চ ১১: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল(শনিবার) ছুংছিং প্রদেশের প্রতিনিধি দলের আলোচনায় অংশ নেয়ার সময় জোর দিয়ে বলেন, দুর্নীতিমুক্ত এবং নীতিনিষ্ঠার রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা হল চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্ব রক্ষা করার রাজনৈতিক চাহিদা। তা কঠোরভাবে পার্টি পরিচালনা জোরদার করার দাবি, যা সংস্কার ও উন্নয়নের লক্ষ্য সুষ্ঠুভাবে বাস্তবায়নের গুরুত্বপূর্ণ নিশ্চয়তা।

এদিনের আলোচনায় আট জন প্রতিনিধি উচ্চ মানের উন্নয়ন, আইনানুসারে দেশ প্রশাসনে জাতীয় কংগ্রেসের ভূমিকা পালন, ইয়াংসি নদীর প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা, তৃণমুল পর্যায়ের কমিউনিস্ট পার্টির শাখা নির্মাণ জোরদারসহ বিভিন্ন বিষয় নিয়ে মতামত ব্যক্ত করেছেন।

ছুংছিং প্রতিনিধি দলের সদস্য চাং সুয়ান বলেন, সরকারী কর্মকর্তাদের আইন বিষয়ে যোগ্যতা উন্নতি করতে হবে। প্রেসিডেন্ট সি চিন পিং তাঁর মন্তব্যের স্বীকৃতি দিয়ে বলেন, এই প্রস্তাব খুব ভালো। বিভিন্ন স্তরের কর্মকর্তাদের উচিত মৌলিক জ্ঞান অর্জন করা। আইন হল এর খুব গুরুত্বপূর্ণ অংশ। আমাদের কর্মকর্তারা বহুমুখী কাজ করেন। কিছু জ্ঞান খুব মৌলিক পর্যায়ের, তা জানতে হবে। তারপর নিজের কাজের চাহিদা অনুযায়ী বিশেষ কিছু জ্ঞান শিখতে হবে।

এছাড়া, প্রেসিডেন্ট সি আরো বলেন, আইনানুসারে দেশ প্রশাসনে অবিচল থাকতে হবে। সংবিধান ও আইনকে সম্মান করতে হবে। কঠোরভাবে আইনানুসারে নিজের ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করতে হবে।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040