রোববার সিঙ্গাপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  2018-03-10 18:39:39  cri
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সরকারি সফরে রোববার সিঙ্গাপুর যাচ্ছেন। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লোংয়ের আমন্ত্রণে তিনি এ সফরে যাচ্ছেন।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, পররাষ্ট্রসচিব শহীদুল হকসহ বেশ ক'জন শীর্ষ কর্মকর্তা এবং এফবিসিসিআই সভাপতি মোঃ শফিউল ইসলামের নেতৃত্বে ৪৭ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল প্রধানমন্ত্রী সফরসঙ্গী হচ্ছেন। সফরকালে দুদেশের মধ্যে ৬টি সমঝোতাস্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে এর আগে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী জানান সিঙ্গাপুর বর্তমানে আসিয়ানের নেতৃত্বে থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফরকে গুরুত্বে সঙ্গে দেখা হচ্ছে। ১৪ মার্চ দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040