বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক রেজিস্টার ইকতেদার আহমেদের সাক্ষাৎকার
  2018-03-10 16:33:59  cri



জনাব ইকতেদার আহমেদ বাংলাদেশ সিভিল সার্ভিসের বিচার ক্যাডারে নির্বাচিত হয়ে ১৯৮১ সালে সহকারী জজ হিসেবে কর্মে যোগদান করেন। ২০১১ সালে স্বেচ্ছায় অবসরে যাওয়ার আগে তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টের রেজিস্টার পদে দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি আইন কমিশন, নির্বাচন কমিশন, বিচার প্রশাসন প্রশিক্ষণ একাডেমীতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ের স্নাতক জনাব ইকতেদার আহমেদ জাপান থেকে কিশোর বিচার ব্যবস্থার ওপর উচ্চতর ডিগ্রী লাভ করেন। এছাড়া, তিনি দেশ-বিদেশে বেশ কিছু পেশাগত প্রশিক্ষণে অংশ নেন।

বর্তমানে তিনি চলতি ঘটনা, রাজনীতি এবং বিচার ব্যবস্থার নানা দিক নিয়ে সংবাদ পত্রে নিয়মিত বিশ্লেষণমূলক কলাম লিখেন।

(মহসীন/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040