যেকোন পদ্ধতিতে শ্রেষ্ঠ শিক্ষার্থীদেরকে চিকিত্সা শিক্ষায় আকৃষ্ট করা উচিত
  2018-03-10 15:39:21  cri
মার্চ ১০: চিকিত্সা ব্যবস্থার সংস্কার হল সারা বিশ্বের সম্মুখীন অভিন্ন সমস্যা। এতে দু'টি কঠিন সমস্যা রয়েছে। এক, সীমিত আর্থিক বরাদ্দ ও ক্রমাগত বৃদ্ধি পাওয়া বহুমুখী প্রয়োজনের মধ্যে মতভেদ। দুই, সামাজিক মূল্যায়ন ও ব্যক্তিত্ব ধারণার মধ্যে পার্থক্য। চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলন-সিপিপিসিসি'র সদস্য, বেইজিং বিশ্ববিদ্যালয়ে চীনা কমিউনিস্ট পার্টি-সিপিসি'র উপ-সম্পাদক ও সিপিসি'র চিকিত্সা কমিটি'র সম্পাদক লিউ ইউ ছুন আজ (শনিবার) বেইজিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান চীনে চিকিত্সা ব্যবস্থার সাফল্য ও সামাজিক মূল্যায়ন বিশ্বের মধ্যম আয়ের উন্নত দেশগুলোর গড় মানের চেয়ে ভাল। এছাড়াও মানব সম্পদের নিশ্চিত ও চিকিত্সকদের উদ্যম সন্নিবেশিত করা উচিত। তাঁর দৃষ্টিতে আমাদের উচিত যেকোন পদ্ধতিতে চিকিত্সা খাতে শ্রেষ্ঠ শিক্ষার্থী আকৃষ্ট করা। আমাদের উচিত আমাদের জাতির স্বাস্থ্যের ওপর সজাগ দৃষ্টি রাখা এবং প্রাণ বিজ্ঞান ক্ষেত্রে আন্তর্জাতিক প্রতিযোগিতার শক্তি উন্নয়ন করা।

(ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040