চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলন-সিপিপিসিসি'র সদস্য ও পরিবেশ সুরক্ষা উপমন্ত্রী হুয়াং রুন ছিউ আজ (শনিবার) বেইজিংয়ে এ কথা বলেন।
তিনি বলেন, চলতি কয়েক বছরে চীনের বায়ু দূষণ প্রতিরোধ ও মোকাবিলা ব্যবস্থার ফল হিসেবে নীল আকাশ ও সাদা মেঘ বেশি সময় দেখা যাচ্ছে। বিজ্ঞানগত মূল্যায়ন অনুযায়ী এর প্রাকৃতিক কারণ ৩০ শতাংশ, কিন্তু ৭০ শতাংশের কারণ হল দূষণ প্রতিরোধ ও মোকাবিলার ব্যবস্থা। আসলে বর্তমান চীনের ৩৩৮টি জেলা স্তরের উপরের শহরে বায়ুর মান পূরণ করার হার তিন ভাগের এক ভাগ হয়নি। চীনের বায়ু দূষণ মোকাবিলার দায়িত্ব আরো কঠোর ও দীর্ঘকালীন।
তিনি আরো বলেন, পরবর্তী ধাপে চীনে বায়ু দূষণ মোকাবিলার গুরুত্বপূর্ণ বিষয় হল শিল্পের কাঠামো, জ্বালানী সম্পদের কাঠামো ও পরিবর্তনের কাঠামোর সমন্বয় ও উন্নয়ন করা। চীনের প্রধান দূষণ হল ক্ষতিকর গ্যাস নির্গমন। 'নীল আকাশ ও সাদা মেঘ' কর্মসূচীতে ব্যাপক জনসাধারণের অংশ নেয়া উচিত।
(ছাই/মহসীন)