২০২০ সাল পর্যন্ত তিন বছর ব্যাপী 'নীল আকাশের জন্য যুদ্ধ' কর্মসূচী প্রণয়ন করছে চীন
  2018-03-10 15:26:43  cri
মার্চ ১০: চীনের বায়ু দূষণ মোকাবিলার পরিস্থিতি বর্তমানে আরো কঠোর, দায়িত্ব খুবই ভারি এবং দীর্ঘকালীন। চীন এখন ২০২০ সাল পর্যন্ত তিন বছর ব্যাপী 'নীল আকাশের জন্য যুদ্ধ' কর্মসূচী প্রণয়ন করছে।

চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলন-সিপিপিসিসি'র সদস্য ও পরিবেশ সুরক্ষা উপমন্ত্রী হুয়াং রুন ছিউ আজ (শনিবার) বেইজিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, চলতি কয়েক বছরে চীনের বায়ু দূষণ প্রতিরোধ ও মোকাবিলা ব্যবস্থার ফল হিসেবে নীল আকাশ ও সাদা মেঘ বেশি সময় দেখা যাচ্ছে। বিজ্ঞানগত মূল্যায়ন অনুযায়ী এর প্রাকৃতিক কারণ ৩০ শতাংশ, কিন্তু ৭০ শতাংশের কারণ হল দূষণ প্রতিরোধ ও মোকাবিলার ব্যবস্থা। আসলে বর্তমান চীনের ৩৩৮টি জেলা স্তরের উপরের শহরে বায়ুর মান পূরণ করার হার তিন ভাগের এক ভাগ হয়নি। চীনের বায়ু দূষণ মোকাবিলার দায়িত্ব আরো কঠোর ও দীর্ঘকালীন।

তিনি আরো বলেন, পরবর্তী ধাপে চীনে বায়ু দূষণ মোকাবিলার গুরুত্বপূর্ণ বিষয় হল শিল্পের কাঠামো, জ্বালানী সম্পদের কাঠামো ও পরিবর্তনের কাঠামোর সমন্বয় ও উন্নয়ন করা। চীনের প্রধান দূষণ হল ক্ষতিকর গ্যাস নির্গমন। 'নীল আকাশ ও সাদা মেঘ' কর্মসূচীতে ব্যাপক জনসাধারণের অংশ নেয়া উচিত।

(ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040