চীন হচ্ছে স্বপ্নকে বাস্তবে রূপান্তরের উজ্জ্বল দৃষ্টান্ত: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান
  2018-03-09 18:37:16  cri

মার্চ ৯: চীনের 'দুই অধিবেশন' খুবই গুরুত্বপূর্ণ। এবারের অধিবেশন আরো আকর্ষণীয়। কারণ চীন বিশ্বের বৃহত্তম জনবহুল দেশ এবং এর শক্তিশালী অর্থনৈতিক ক্ষমতা, সুদীর্ঘ ইতিহাস ও উজ্জ্বল সভ্যতা আছে। বিশ্বের জনগণ দেখতে পেয়েছেন চীন হচ্ছে স্বপ্নকে বাস্তবে রূপান্তরের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

গতকাল (বৃহস্পতিবার) বাংলাদেশের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম সেলিম তার অফিসে চীন আন্তর্জাতিক বেতারের সাংবাদিকের কাছে দেওয়া এক সাক্ষাত্কারে একথা বলেন।

সাক্ষাত্কারে তিনি আরো বলেন, গত পাঁচ বছরে চীনা জনগণ চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের নেতৃত্বে সমাজতান্ত্রিক আধুনিকায়নের নির্মাণে দারিদ্র্য বিমোচন এবং আন্তর্জাতিক সহযোগিতা ও উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়াসহ বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্যণীয় সাফল্য অর্জন করেছে। চীনের উন্নয়নে অন্য উন্নয়নশীল দেশগুলো ব্যাপকভাবে উত্সাহিত হয়।

চীনের ভারসাম্য উন্নয়ন সেলিমকে মুগ্ধ করেছে। তিনি বলেন, চীন সরকার শুধুমাত্র রাজধানী বেইজিংয়ের মতো বড় শহরের ওপর গুরুত্বারোপ করা ছাড়াও, বিভিন্ন অঞ্চলের উন্নয়নে সজাগ দৃষ্টি রেখে থাকে।

চীনারা নিজেদের মেধা দিয়ে চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক উন্নয়নের পথ খুঁজে বের করেছেন বলে তিনি জোর দিয়ে বলেন।

(লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040