মার্চ ৯: আর্থিক ক্ষেত্রে চীন উন্মুক্তকরণ আরো সম্প্রসারণ করবে।
আজ (শুক্রবার) ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের প্রথম অধিবেশনের তথ্যকেন্দ্রে অনুষ্ঠিত 'আর্থিক সংস্কার ও উন্নয়ন' শীর্ষক এক সাংবাদিক সম্মেলনে চীনা গণ ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তা সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
চীনা গণ ব্যাংকের গভর্নর চৌ সিও ছুয়ান মনে করেন, বর্তমানে উন্নয়নের নতুন পর্যায়ে প্রবেশের পর বাজারে প্রবেশের ক্ষেত্রে চীন আরো সাহসী হতে পারে। চীনে বিদেশি সংস্থার আর্থিক ব্যবসা চালানোর অনুমোদন দেওয়া ছাড়াও, চীনের আর্থিক সংস্থা বিশ্বের কাছে চলে যাচ্ছে।
চীনা গণ ব্যাংকের ডেপুটি গভর্নর ই কাং বলেন, আর্থিক বাজারের আরো উন্মুক্তকরণ মানে তত্ত্বাবধান শিথিল নয়। বিদেশি পুঁজি বিনিয়োগকারী সংস্থার ব্যবসা চালানোর প্রক্রিয়ায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী সতর্কতার সাথে কাজ করা উচিত্ বলে তিনি জোর দিয়ে বলেন। (লিলি/টুটুল)