মার্চ ৯: চীনের মুদ্রা আরএমবি'র আন্তর্জাতিকীকরণ আরো সামনে এগিয়ে যাবে এবং কোনো কোনো ক্ষেত্রের নিষেধাজ্ঞা ধাপে ধাপে সুশৃঙ্খলভাবে উন্মুক্ত হবে।
চীনা গণ ব্যাংকের গভর্নর চৌ সিও ছুয়ান আজ (শুক্রবার) ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের প্রথম অধিবেশনের তথ্যকেন্দ্রে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে একথা বলেন। তিনি বলেন, আরএমবি'র আন্তর্জাতিকীকরণের প্রধান নীতিমালা প্রকাশিত হয়েছে। একদিকে বাণিজ্য ও পুঁজি বিনিয়োগে আরএমবি ব্যবহারকে অনুমোদন দেওয়া হয়েছে, অন্যদিকে আরএমবি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এসডিআর বাস্কেটে (স্পেশাল ড্রয়িং রাইট) অন্তর্ভুক্ত হয়েছে।
তিনি বলেন, বাজারে অংশগ্রহণকারীদের আরএমবি ব্যবহার করে ট্রেড নিষ্পত্তি এবং পুঁজি বিনিয়োগ করার আগ্রহ লালন পালন করা লম্বা একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় বলপ্রয়োগ করা যায় না। তাই আরএমবি'র আন্তর্জাতিকীকরণের প্রক্রিয়া হলো ধাপে ধাপে এগিয়ে যাওয়ার একটি প্রক্রিয়া বলে তিনি মনে করেন। (লিলি/টুটুল)