পর্যালোচনা-সভার শুরুতে নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে সি চিন পিং বলেন,
"আজ আন্তর্জাতিক নারী দিবস। আমি সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে চীনের নারী-প্রতিনিধি, সদস্য, কর্মী ও বিভিন্ন জাতির নারীদের শুভেচ্ছা ও শুভকামনা জানাই।"
সভায় ৮ জন প্রতিনিধি জ্বালানি-সম্পদের রূপান্তর, বিজ্ঞান ও প্রযুক্তির খাতে সৃজনশীলতার বিকাশসহ বিভিন্ন বিষয়ে মত প্রকাশ করেন। এনপিসি'র প্রতিনিধি কুং চেং গুণগত মান উন্নয়ন সম্পর্কে মন্তব্য করেন। এ-সম্পর্কে সি জোর দিয়ে বলেন,
"'সমাজতান্ত্রিক আধুনিকায়নের কাজে চূড়ান্ত সাফল্য সম্ভবত আমাদের হাত ধরে আসবে না'—এটি কোনো নেতিবাচক চেতনা বা অলস সরকারের কথা নয়। বরং এ-চেতনা সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক সাফল্য অর্জনের লক্ষ্যে সঠিক চিন্তার প্রতিফলন। এই চেতনার মর্মার্থ হচ্ছে: সর্চোচ্চ শক্তি দিয়ে কাজ করে যাওয়া এবং পরবর্তী প্রজন্মের জন্য কাজের ভিত্তি প্রতিষ্ঠিত করা, যাতে তাঁরা দীর্ঘমেয়াদি কল্যাণকর কাজ করতে পারে। শুধু ব্যক্তিগত সুনাম অর্জন করার উদ্দেশ্যে কাজ করা উচিত নয়।"
শানতুং প্রদেশের ইমেং পাহাড়াঞ্চলের বিপ্লবী এলাকার প্রতিনিধি চাং শু ছিন তৃণমূল পর্যায়ের একজন শিক্ষক। চীনের বিপ্লবী জিন রক্তের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রবাহিত হবে বলে মন্তব্য করেন তিনি। এ-সম্পর্কে প্রেসিডেন্ট সি বলেন,
"বিপ্লবী জিনের উত্তরাধিকার হতে চাইলে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে ঐতিহ্যিক সংস্কৃতির পড়াশোনায় মনোযোগ দিতে হবে। ইতিহাসকে ভুলে যাওয়া চলবে না। এ-খাতে প্রশিক্ষণ জোরদার করতে হবে। চীনা জাতির দরিদ্র অবস্থা থেকে সমৃদ্ধ ও শক্তিশালী হওয়া একটি আলৌকিক ঘটনার মতো। নতুন প্রজন্মের মনে এ-ঘটনার ছাপ ফেলতে হবে।"
চীনের শানতুং প্রদেশ ঐতিহ্যিক কৃষিভিত্তিক প্রদেশ। গ্রামের সঞ্জীবনীশক্তি পুনরুদ্ধারের কৌশল ভালোভাবে বাস্তবায়ন করার ব্যাপারে সি বলেন,
"গ্রামের সঞ্জীবনীশক্তি পুনরুদ্ধার কৌশল সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসে উত্থাপিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যা সার্বিকভাবে সচ্ছল সমাজ গড়ে তোলা ও সমাজতান্ত্রিক আধুনিকায়নের স্বপ্ন বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ এবং নতুন যুগে গ্রাম, কৃষি ও কৃষকের উন্নয়নের মূল ভিত্তি। শক্তিশালী কৃষি, সুন্দর গ্রাম, ও সমৃদ্ধ কৃষক সার্বিক সচ্ছল সমাজের বৈশিষ্ট্য এবং সমাজতান্ত্রিক আধুনিকায়ন প্রক্রিয়ার অপরিহার্য অংশ। এ-কৌশলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে গভীরভাবে সচেতন থাকতে হবে এবং বাস্তব পদক্ষেপ নিয়ে তা বাস্তবায়ন করতে হবে।"
সি চিন পিং আরও বলেন, গ্রামের সঞ্জীবনীশক্তি পুনরুদ্ধারের কৌশলের সুফল পেতে হলে কৃষির কাঠামো উন্নত করতে হবে; আধুনিক কৃষিশিল্পের ব্যবস্থা, উত্পাদন-ব্যবস্থা ও ব্যবসা-ব্যবস্থা দ্রুত গড়ে তুলতে হবে; গ্রামাঞ্চলের দক্ষ ব্যক্তিদের প্রশিক্ষণ-ব্যবস্থা জোরদার করতে হবে। এ-ছাড়া, গ্রামাঞ্চলের সভ্যতা, পারিবারিক সুষম সম্পর্ক, ও কৃষকদের মহত চরিত্র গঠনে মনোযোগ দিতে হবে; গ্রামাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ উন্নত করতে হবে; 'টয়লেট বিপ্লব' সফল করতে হবে।
এনপিসি'র প্রতিনিধি শানতুং প্রদেশের উন্নয়ন ও সংস্কার কমিটির পরিচালক চাং সিন ওয়েন বলেন,
"শানতুং প্রদেশের বাস্তব অবস্থা বিবেচনা করে ৬টি দিক থেকে গ্রামের সঞ্জীবনীশক্তি পুনরুদ্ধারের কৌশল বাস্তবায়নে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন সাধারণ সম্পাদক সি। আমরা এসব নির্দেশনা অনুসরণ করে বিভিন্ন বাস্তব কার্যক্রম গ্রহণ করব।" (সুবর্ণা/আলিম)