ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের কয়েকটি প্রতিনিধিদলের পর্যালোচনা অনুষ্ঠিত
  2018-03-09 10:32:49  cri

মার্চ ৯: গতকাল (বৃহস্পতিবার) সকালে ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের প্রথম অধিবেশনে অংশগ্রহণকারী কয়েকটি প্রতিনিধিদলের পর্যালোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি'র শীর্ষস্থানীয় নেতারা এতে যোগ দিয়েছেন।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট সি চিন পিং, চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য ও প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং, সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য ও কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সম্পাদক ওয়াং হু নিং, সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য ও কেন্দ্রীয় শৃঙ্খলা তদারক কমিশনের সম্পাদক চাও ল্য চি, সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য হান চেং আলাদাভাবে এসব সভায় যোগ দেন।

প্রেসিডেন্ট সি চিন পিং শানতোং প্রদেশের প্রতিনিধিদলের পর্যালোচনায় অংশ নেন। তিনি জোর দিয়ে বলেন, আমাদের এমন সুদূরপ্রসারী ধারণা পোষণ করা উচিত্ যেন তা জনসাধারণ ও তাদের বংশধরদের জন্য কল্যাণকর হয়।

গ্রামের সঞ্জীবনীশক্তি পুনরুত্থারের কৌশল সম্পর্কে সি চিন পিং বলেন, এটা সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং নতুন যুগে কৃষি, গ্রাম ও কৃষক সম্পর্কিত কাজের কেন্দ্র। সার্বিক সচ্ছল সমাজ ও সমাজতন্ত্রের আধুনিকায়ন শক্তিশালী কৃষিব্যবস্থা, সুন্দর গ্রাম ও সচ্ছল কৃষকের ওপর নির্ভর করে।

প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং লিয়াও নিং প্রতিনিধিদলের পর্যালোচনায় অংশ নেন। তিনি বলেন, সি চিন পিংয়ের নতুন যুগে চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের চিন্তাধারা ও সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের চেতনা বাস্তবায়ন করা হবে এবং সিপিসি'র কেন্দ্রীয় কমিটি ও রাষ্ট্রীয় পরিষদের বিন্যাস অনুযায়ী, সংস্কার ও উন্মুক্তকরণ নীতির মাধ্যমে লিয়াওনিং প্রদেশের সার্বিক পুনরুত্থান বাস্তবায়ন করা হবে।

তা ছাড়া, ওয়াং হু নিং চাও ল্য চি ও হান চেং যথাক্রমে আনহুই, শানসি ও ফুচিয়ান প্রতিনিধিদলের পর্যালোচনায় অংশ নেন।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040