ওয়াং ই বলেন, চীন ও রাশিয়ার নেতাদের গভীর মৈত্রী ও উভয়ের আস্থার কারণে এ বিশ্বাস তৈরি হয়েছে। তাছাড়া, সাম্প্রতিক বছরগুলোতে দু'দেশের বিভিন্ন ক্ষেত্রের কার্যকর সহযোগিতা আরো গভীর হয়ে উঠেছে, গুরুত্বপূর্ণ স্বার্থে পরস্পরকে সমর্থন দিয়েছে; আন্তর্জাতিক ইস্যুসহ বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের বিনিময় ও সমন্বয় অনেক ঘনিষ্ঠ হয়ে উঠেছে। চীন-রাশিয়া সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক দৃঢ় ও স্থিতিশীল।
রুশ প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ওয়াং ই সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন হলো সে দেশ ও দেশটির জনগণের বড় বিষয়। প্রেসিডেন্ট পুতিনের নেতৃত্বে রাশিয়া উন্নয়নের গুরুত্বপূর্ণ ফলাফল লাভ করেছে। রুশ জনগণ বরাবরই প্রেসিডেন্ট পুতিনকে সমর্থন দিয়ে আসছেন। চীন বিশ্বাস করে, রুশ জনগণ অবশ্যই সঠিক পছন্দ বেছে নেবেন। (জিনিয়া/টুটুল/লিলি)