মার্চ ৮: ২০১৮ সালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং অব্যাহতভাবে 'প্রধান কূটনীতি' চালাবেন এবং নতুন যুগে চীনের বৈশিষ্ট্যসম্পন্ন বড় দেশের কূটনীতির নতুন অধ্যায় সৃষ্টি করবেন।
আজ (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের প্রথম অধিবেশনের সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই একথা বলেন।
ওয়াং ই আরো বলেন, চীনের বৈশিষ্ট্যসম্পন্ন বড় দেশের কূটনীতির প্রধান ডিজাইনার হিসেবে প্রেসিডেন্ট সি গত ৫ বছরে বিশ্বের ৫৭টি দেশ সফর করেন এবং চীন সফরের জন্য ১১০ জনেরও বেশি বিদেশি শীর্ষনেতাকে স্বাগত জানান। এসব গুরুত্বপূর্ণ কূটনৈতিক অভিযান চীনের প্রতি আন্তর্জাতিক সমাজের জানাশোনা বৃদ্ধি করে এবং চীনের আন্তর্জাতিক মর্যাদা ও প্রভাব বাড়ায়। পাশাপাশি এসব অভিযান বর্তমান বিশ্বের অনেক সমস্যা সমাধানের জন্য দিক নির্দেশনাও দিয়েছে।
২০১৮ সালে চীনে চারটি অনুষ্ঠান আয়োজন করা ছাড়াও, প্রেসিডেন্ট সি ব্রিক্সভূক্ত দেশগুলোর শীর্ষসম্মেলন, এপেক শীর্ষনেতাদের অনানুষ্ঠানিক সম্মেলন এবং জি-২০ গোষ্ঠীর শীর্ষ বৈঠকে অংশ নেওয়ার জন্য দক্ষিণ আফ্রিকা, পাপুয়া নিউ গিনি এবং আর্জেন্টিনায় যাবেন। (লিলি/টুটুল)