মার্চ ৮: গতকাল (বুধবার) সকালে ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের প্রধান অধিবেশনে অংশগ্রহণকারী কয়েকটি প্রতিনিধি দলের পর্যালোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি'র শীর্ষস্থানীয় নেতারা এতে যোগ দিয়েছেন।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট সি চিন পিং, চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য ও প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য লি চান শু, সিপিসির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য, উপ-প্রধানমন্ত্রী ওয়াং ইয়াং, সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য ও কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সম্পাদক ওয়াং হু নিং, সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য ও কেন্দ্রীয় শৃঙ্খলা তদারক কমিশনের সম্পাদক চাও ল্য চি, সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য হান জেং আলাদাভাবে এসব সভায় যোগ দেন।
প্রেসিডেন্ট সি চিন পিং কুয়াংতোং প্রতিনিধিদলের পর্যালোচনায় অংশ নেন। তিনি জোর দিয়ে বলেন, উন্নয়ন হলো প্রথম কর্তব্য, সামর্থ্যবান ব্যক্তিরা প্রধান সম্পদ এবং নবায়ন হলো প্রথম চালিকাশক্তি। চীন নবায়নের উদ্যোগে উন্নয়নের পথ না চললে বা নতুন ও পুরাতন চালিকাশক্তি রূপান্তর না হলে চীন আসলে শক্তিশালী হতে পারবে না। শক্তিশালী হতে চাইলে নবায়ন প্রয়োজন এবং নবায়ন সামর্থ্যবান ব্যক্তির উপর নির্ভর করে। সি চিন পিং জোর দিয়ে বলেন, ভবিষ্যতে ৩০-৪০ কোটি মানুষ চীনের গ্রামাঞ্চলে বসবাস করবে তাই গ্রামের উন্নয়ন ও শহরায়ন একসঙ্গে প্রয়োজন।
সংবিধান সংশোধনীর খসড়া সম্পর্কে বলেছেন সি চিন পিং। তিনি জোর দিয়ে বলেন, চলমান সংবিধান সংশোধন করা নতুন যুগে চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের সামগ্রিক অবস্থা ও কৌশলের দিক থেকে সিপিসি'র কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং আইন অনুযায়ী দেশের শাসনব্যবস্থা ও দক্ষতা আধুনিকীকরণ এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ ব্যবস্থা।
লি খ্য ছিয়াং চ্যচিয়াং প্রতিনিধিদলের পর্যালোচনায় অংশ নেন। তিনি সংবিধান সংশোধনীর খসড়ার পুরোপুরি সমর্থন দেন। তিনি বলেন, গেল ৫ বছরে চ্যচিয়াং প্রদেশের উন্নয়ন ও রূপান্তরে লক্ষণীয় সাফল্য অর্জিত হয়েছে। কমরেড সি চিন পিংকে কেন্দ্র করে সিপিসির কেন্দ্রীয় কমিটি ও রাষ্ট্রীয় পরিষদের বিন্যাস বাস্তবায়িত হবে বলে আশা করেন লি খ্য ছিয়াং।
লি চান শু বেইজিং প্রতিনিধিদলের পর্যালোচনায় অংশ নেন। তিনি সংবিধানের সংশোধনীর খসড়ায় সম্পূর্ণ সমর্থন দেন।
ওয়াং ইয়াং তাইওয়ান প্রতিনিধিদলের পর্যালোচনায় অংশ নেন। ওয়াং হু নিং কুই চৌ প্রতিনিধিদল, চাও ল্য চি চিয়াংসু প্রতিনিধিদল এবং হান জেং থিয়েনচিন প্রতিনিধিদলের পর্যালোচনায় অংশ নেন।
(শিশির/তৌহিদ/সুবর্ণা)