উন্নয়ন হলো প্রথম কর্তব্য, ধীশক্তি হলো প্রথম জ্বালানি এবং সৃজনশীলতা হলো প্রথম চালিকাশক্তি: প্রেসিডেন্ট সি
  2018-03-07 19:55:21  cri

মার্চ ৭: উন্নয়ন হলো প্রথম কর্তব্য, ধীশক্তি হলো প্রথম জ্বালানি এবং সৃজনশীলতা হলো প্রথম চালিকাশক্তি। সত্যিকারভাবে সৃজনশীল উন্নয়নের পথে চলতে না পারলে চীন সত্যিকারভাবে শক্তিশালী হতে পারবে না। ধীশক্তি আকর্ষণের নীতি এবং সৃজনশীল ব্যবস্থা হলো পরবর্তী সংস্কারের গুরুত্বপূর্ণ বিষয়।

আজ (বুধবার) সকালে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সামরিক কমিটির চেয়ারম্যান সি চিন পিং ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র প্রথম অধিবেশনে কুয়াং তোং প্রতিনিধি দলের সংশ্লিষ্ট পর্যালোচনায় অংশ নেওয়ার সময় একথা বলেন।

সমাজের পরিচালনা পূর্ণাঙ্গ করে তোলা এবং চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক ব্যবস্থা সুসম্পূর্ণ করার জন্য নতুন অবদান রাখার জন্য কুয়াং তোং প্রদেশের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট সি।

তিনি আরো বলেন, একদিকে অব্যাহতভাবে শহরাঞ্চলের নির্মাণ কাজ এগিয়ে নিয়ে যাওয়া উচিত্, অন্যদিকে গ্রামাঞ্চলকে শক্তিশালী করতে শক্তিও খুব দারকার। শহরাঞ্চলের প্রক্রিয়ায় গ্রামাঞ্চল অবণতিশীল হতে পারে না বলে তিনি জোর দিয়ে বলেন। লিলি/টুটুল

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040