আন্তর্জাতিক আর্থিক সহযোগিতা কেন্দ্র প্রতিষ্ঠা করছে চীন
  2018-03-07 18:01:43  cri
মার্চ ৭: চীনের অর্থমন্ত্রণালয়ের উপ-মন্ত্রী সি ইয়াও পিন আজ (বুধবার) বেইজিংয়ে জাতীয় গণকংগ্রেসের বার্ষিক নিয়মিত সভায় অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে জানিয়েছেন, বর্তমানে একটি আন্তর্জাতিক আর্থিক সহযোগিতা কেন্দ্র প্রতিষ্ঠা করছে বেইজিং। এ কেন্দ্রের লক্ষ্য হলো 'এক অঞ্চল, এক পথ' নির্মাণকাজ এগিয়ে নিয়ে যাওয়া।

সি ইয়াও পিন বলেন, অর্থায়ন এবং প্রবেশের মাধ্যমে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের অর্জিত ফলাফল বাস্তবায়ন ও কার্যকর করা হবে। অর্থায়ন নির্দেশিকা ও স্মারকলিপির কাঠামোতে একটি দীর্ঘমেয়াদী, স্থিতিশীল, টেকসই ও ঝুঁকি নিয়ন্ত্রণযোগ্য বৈচিত্র্যপূর্ণ অর্থায়ন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। এর সঙ্গে সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক শুল্ক আলোচনা অব্যাহত চলবে, অবাধ বাণিজ্য এলাকার নির্মাণ কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে, 'এক অঞ্চল, এক পথ'-এর সংশ্লিষ্ট দেশ ও অঞ্চলের উন্মুক্ততা কার্যকরভাবে ত্বরান্বিত করা হবে এবং স্বাক্ষরিত চুক্তির শুল্ক কমানোর কাজ বাস্তবায়ন করা হবে। (জিনিয়া/টুটুল/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040