মঙ্গলবার চীনের বিভিন্ন গণতান্ত্রিক পার্টির নেতারা বলেছেন, চীনের বহু পার্টির সহযোগিতা ব্যবস্থা, বিশ্বের সামনে চীনের রাজনৈতিক পার্টিগুলোর মধ্যে নতুন ধরনের সুষম সম্পর্ককে তুলে ধরেছে। এটা বৈশ্বিক রাজনৈতিক সভ্যতায় চীনের অবদানস্বরূপ। বিশ্বের রাজনৈতিক পার্টি ও রাজনীতির উন্নয়নে চীন এভাবেই পরোক্ষ প্রস্তাব তুলে ধরেছে।
সিপিসি'র নেতৃত্বাধীন বহু পার্টির সহযোগিতা ও রাজনৈতিক পরামর্শ ব্যবস্থা চীনের মৌলিক রাজনৈতিক ব্যবস্থা হিসেবে চীনের কমিউনিস্ট পার্টি, চীনা জনগণ ও বিভিন্ন গণতান্ত্রিক পার্টি ও নির্দলীয় ব্যক্তিদের যৌথ উদ্যোগে সৃষ্টি করা হয়েছে। এটা চীনের মাটিতে উদ্ভাবিত একটি নতুন ধরনের রাজনৈতিক ব্যবস্থা।
গত এক মাসে সিপিসি'র সাধারণ সম্পাদক, চীনা প্রেসিডেন্ট ও চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং এ-ব্যবস্থা নিয়ে দু'বার কথা বলেছেন। এ-সময় তিনি নতুন রাজনৈতিক পার্টি-ব্যবস্থা ও বহু পার্টির সহযোগিতার নতুন ধারণা, সচেতনতা উন্নয়নের নতুন ধারণা, দায়িত্ব পালনের নতুন পদ্ধতি, এবং দেশের উন্নয়নে অংশগ্রহণকারী রাজনৈতিক পার্টির নতুন অবস্থার কথা বলেছেন।
মঙ্গলবার গণতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় কমিটি এবং চীনের বাণিজ্য ও শিল্প ফেডারেশনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক সাংবাদিক সম্মেলনে 'চীনা গণতান্ত্রিক জাতীয় নির্মাণ সংস্থা'র কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান হাও মিং চিন বলেন,
"আমি মনে করি, বহু পার্টির সহযোগিতা ব্যবস্থার 'নতুন বিষয়' মূলত চীনের মাটিতে গড়ে-ওঠা এবং এটি 'চীনের তৈরি' ও 'চীনা সৃজনশীলতা'র বহিঃপ্রকাশ। এতে রাজনৈতিক পার্টির ব্যবস্থা, বিভিন্ন রাজনৈতিক পার্টির সম্পর্ক ও শাসন-পদ্ধতিতে নতুনত্ব আনা হয়েছে। এই নব্যতাপ্রবর্তনের মাধ্যমে কেন্দ্রীভূত নেতৃত্বের সাথে গণতন্ত্রও বাস্তবায়িত হয়েছে; সমাজের বিভিন্ন মহলের বুদ্ধি ও শক্তিকে কাজে লাগানো হয়েছে। চীনের এ-ব্যবস্থা বিশ্বের সামনে রাজনৈতিক পার্টির নতুন পদ্ধতি ও ধারণা তুলে ধরেছে। এটা বৈশ্বিক রাজনীতির সামনে চীনা বৈশিষ্ট্যসম্পন্ন রাজনীতির উদাহরণ।"
বর্তমানে চীনে মোট ৮টি গণতান্ত্রিক পার্টি রয়েছে। গণতান্ত্রিক জাতীয় নির্মাণ সংস্থা এর মধ্যে একটি। চলতি বছরে চীনের সিপিপিসিসি'র বার্ষিক অধিবেশন চলাকালে এ-পার্টির সদস্যরা মোট ৩০টিরও বেশি প্রস্তাব দিয়েছেন। চীনে বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক পার্টির দায়িত্ব হল, রাজনীতিতে অংশগ্রহণ ও পরামর্শ দেওয়া; গণতন্ত্রের তত্ত্বাবধান করা ও সিপিসি'র নেতৃত্বাধীন রাজনৈতিক পরামর্শ সম্মেলনে অংশ নেওয়া।
চীন ডেমোক্রেটিক লীগের সদস্য-সংখ্যা মোট ২ লাখ ৯৫ হাজারেরও বেশি। এ-পার্টির সদস্যরা মূলত সংস্কৃতি, বিজ্ঞান প্রযুক্তি এবং শিক্ষা খাতের। এ-পার্টির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান তিং চুং লি বলেন,
"চীনের বহু রাজনৈতিক পার্টির সহযোগিতামূলক ব্যবস্থায়, ক্ষমতাসীন পার্টি ও বিভিন্ন রাজনৈতিক পার্টি যৌথভাবে, চীনা জাতির উন্নয়নের জন্য কাজ করে এবং ভবিষ্যত পরিকল্পনা প্রণয়নে পরামর্শ করে।"
চায়না অ্যাসেসিয়েশন ফর প্রমোটিং ডেমোক্রেসি-র কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ছাই তা ফেং গণতন্ত্রের তত্ত্বাবধান সম্পর্কে তাঁর অনুভূতি প্রকাশ করেন। দারিদ্র্যবিমোচনের বিরুদ্ধে লড়াইয়ের দু'বছর আগের কথা কথা স্মরণ করে তিনি বলেন, তখন বিভিন্ন রাজনৈতিক পার্টির কেন্দ্রীয় কমিটিগুলোকে দারিদ্র্যবিমোচন কার্যক্রমকে বিশেষভাবে তত্ত্বাবধান করার অনুরোধ করে সিপিসি'র কেন্দ্রীয় কমিটি। তখন তাঁর পার্টির সদস্যরাও চীনের দরিদ্র গ্রাম ও দরিদ্র পরিবারগুলোর কাছে গিয়ে তাদের অবস্থা দেখেছেন, তাদের চাহিদার কথা শুনেছেন। পরে তাঁরা তাদের অভিজ্ঞতার আলোকে মতামত, সমালোচনা ও প্রস্তাবও পেশ করেছেন। সেসব প্রস্তাব ও মতামত সিপিসি'র নেতাদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়। তিনি বলেন,
"দীর্ঘকাল ধরেই সিপিসি'র কেন্দ্রীয় কমিটির ওপর বিভিন্ন রাজনৈতিক পার্টি গণতান্ত্রিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করে আসছে। তাদের এ-কাজকে সবসময় গুরুত্ব দেওয়া হয়ে থাকে।"(সুবর্ণা/আলিম)