চীনের রাষ্ট্রীয় পরিষদের দারিদ্র্যবিমোচন ও উন্নয়ন গ্রুপের উপ-পরিচালক লিউ ইয়োং ফু আজ (বুধবার) বেইজিংয়ে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের বার্ষিক সম্মেলনের প্রেস ব্রিফিংয়ে একথা বলেন।
তিনি বলেন, গত শতাব্দীর শেষ দিক থেকে শুরু করে এ শতাব্দীর প্রথম দিক পর্যন্ত দশ বছরে দারিদ্র্যবিমোচনের বার্ষিক গড় পরিমাণ দিগুণ বেড়েছে। সাম্প্রতিক দু'বছরে চীনের দরিদ্র জেলার সংখ্যা ১৫০টি কমে গেছে।
তিনি আরো বলেন, দারিদ্র্যবিমোচনের ক্ষেত্রে বরাদ্দ বাড়ানোর মাধ্যমে দরিদ্র অঞ্চলের অবকাঠামো ও গণসেবা উন্নয়ন করে আসছে চীন। তা ছাড়া, দরিদ্র অঞ্চলের বৈশিষ্ট্যসম্পন্ন শিল্পের উন্নয়ন হয়েছে এবং প্রাকৃতিক পরিবেশও স্পষ্টভাবেই উন্নয়ন হয়েছে।
চীনের লক্ষ্য অনুযায়ী, বর্তমান মানদণ্ড অনুসারে ২০২০ সালে গ্রামাঞ্চলের সকলেই দারিদ্র্যমুক্ত হবেন বলে তিনি উল্লেখ করেন। (লিলি/টুটুল)