চীন সরকারের কর্ম-প্রতিবেদনের প্রশংসা করলেন পাকিস্তানের জাতীয় বেতারের উপ-মহাপরিচালক
  2018-03-07 16:07:41  cri
মার্চ ৭: চীনের উন্নয়ন শুধু চীন নয়, আশেপাশের দেশ তথা বিশ্বের উন্নয়নের জন্য খুব তাত্পর্যপূর্ণ।

আজ (বুধবার) বেইজিংয়ে পাকিস্তানের জাতীয় বেতারের উপ-মহাপরিচালক জাভেদ জাদোন চীন আন্তর্জাতিক বেতারের সাংবাদিকদের কাছে দেওয়া এক সাক্ষাত্কারে চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের কর্ম-প্রতিবেদন নিয়ে একথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী লি'র কর্ম-প্রতিবেদনে দেখা যায়, বিগত পাঁচ বছরে চীনের ৬ কোটি ৮০ লাখ দরিদ্র লোক সাফল্যের সঙ্গে দারিদ্র্যমুক্ত হন। এমন ধরনের সাফল্য খুবই প্রশংসনীয়। ভবিষ্যতে চীন চিকিত্সা, শিক্ষা ও দুর্নীতি দমনসহ বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দ বাড়াবে বলে এ কর্ম-প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়।

তিনি আরো বলেন, দারিদ্র্যবিমোচনের ক্ষেত্রে পাকিস্তান একই সমস্যার সম্মুখীন হচ্ছে। চীনের কাছ থেকে এ অভিজ্ঞতা শিখতে আগ্রহী পাকিস্তান। আমি মনে করি, চীন-পাক অর্থনৈতিক করিডোর পাকিস্তানের দারিদ্র্যবিমোচন ও দারিদ্র্যমুক্ত কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে পশ্চিম লাইনের করিডোর বরাবর অধিকাংশ অঞ্চল প্রত্যন্ত ও দরিদ্র। করিডোরের নির্মাণ এসব অঞ্চলের কর্মসংস্থান এবং সমাজ ও অর্থনীতির উন্নয়নে আরো বেশি সুযোগ-সুবিধা বয়ে আনবে বলে তিনি বিশ্বাস করেন। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040