আজ (বুধবার) বেইজিংয়ে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের বার্ষিক সম্মেলনের এক সাংবাদিক সম্মেলনে চীনের কৃষি মন্ত্রী হান ছা ফু একথা বলেন।
তিনি বলেন, সম্প্রতি কৃষি মন্ত্রণালয় চীনের ৩০টি প্রদেশ, শহর ও অঞ্চলের গ্রামাঞ্চলকে সার্বিকভাবে তদন্ত করার জন্য কর্মকর্তাদের পাঠিয়েছে, যাতে গ্রামাঞ্চলকে শক্তিশালী করার কৌশলের জন্য বাস্তবভিত্তিক তথ্য উপাত্ত যোগানো যায়।
ভবিষ্যতে শিল্পের উন্নয়ন, গ্রামাঞ্চল সুবিন্যস্ত, মাটির ব্যবহার, অবকাঠামো এবং গণসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে পরিকল্পনা প্রণয়ন করা হবে বলে তিনি উল্লেখ করেন।
তা ছাড়া, কৃষকদের জন্য নির্মল ও সুন্দর বাড়ি নির্মাণ এবং দরিদ্র লোকদের সমস্যা সমাধান করা হবে বলে প্রতিশ্রুতি দেন কৃষিমন্ত্রী। (লিলি/টুটুল)