এ সময় এক ভাষণে লি খ্য ছিয়াং বলেন, গত ৫ বছরে সি চিন পিং-কেন্দ্রিক সিপিসি'র কেন্দ্রীয় কমিটির দৃঢ় নেতৃত্বে চীন ঐতিহাসিক অগ্রগতি অর্জন করেছে এবং চীনে ঐতিহাসিক সংস্কার চলছে। কুয়াংসি অঞ্চলেও লক্ষণীয় উন্নতি হয়েছে। এ অঞ্চলের অর্থনীতির বিভিন্ন মৌলিক সূচক চীনের গড়পড়তা সূচকের তুলনায় ভালো। চলতি বছর চীনের সংস্কার ও উন্নয়ন কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন। সবার উচিত সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের চিন্তাধারা অনুযায়ী সামষ্টিক স্থিতিশীল প্রবৃদ্ধি, জোরালো সংস্কার, কাঠামো বিন্যাস, জনকল্যাণ বৃদ্ধি এবং ঝুঁকি প্রতিরোধসহ সুষ্ঠুভাবে নানা কাজ করা।
লি খ্য ছিয়াং আশা করেন, সংস্কার ও উন্মুক্তকরণ নীতি প্রবর্তনের ৪০তম বার্ষিকী উপলক্ষ্যে সবাই দেশীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি স্থানীয় বাস্তবতার সঙ্গে মিল রেখে আরো বাস্তব পদক্ষেপ নেবে।
(রুবি/তৌহিদ)