সংস্কার, উন্মুক্তকরণ ও নব্যতাপ্রবর্তন জোরালো হবে: কুয়াংসিচুয়াং প্রতিনিধি দলকে লি খ্য ছিয়াং
  2018-03-07 10:53:39  cri

মার্চ ৭: সংস্কার, উন্মুক্তকরণ ও নব্যতাপ্রবর্তন জোরদারের কথা বলেছেন চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং। গতকাল (মঙ্গলবার) ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের প্রথম অধিবেশনে অংশগ্রহণকারী কুয়াংসিচুয়াং জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর একথা বলেন প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং। ফেং ছিংহুয়া, ছেন উ ও লুও ছাওইয়াংসহ কয়েকজন প্রতিনিধি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, উন্মুক্তকরণ, সরঞ্জামের উন্নয়ন ও গ্রামাঞ্চলের পুনরুত্থানসহ নানা বিষয়ে মত প্রকাশ করেন। অংশগ্রহণকারীরা লি খ্য ছিয়াংকে দারিদ্র্য বিমোচনের অগ্রগতি, প্রতিষ্ঠানের নব্যতাপ্রবর্তনের ছবি ও নমুনা প্রদর্শন করেন।

এ সময় এক ভাষণে লি খ্য ছিয়াং বলেন, গত ৫ বছরে সি চিন পিং-কেন্দ্রিক সিপিসি'র কেন্দ্রীয় কমিটির দৃঢ় নেতৃত্বে চীন ঐতিহাসিক অগ্রগতি অর্জন করেছে এবং চীনে ঐতিহাসিক সংস্কার চলছে। কুয়াংসি অঞ্চলেও লক্ষণীয় উন্নতি হয়েছে। এ অঞ্চলের অর্থনীতির বিভিন্ন মৌলিক সূচক চীনের গড়পড়তা সূচকের তুলনায় ভালো। চলতি বছর চীনের সংস্কার ও উন্নয়ন কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন। সবার উচিত সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের চিন্তাধারা অনুযায়ী সামষ্টিক স্থিতিশীল প্রবৃদ্ধি, জোরালো সংস্কার, কাঠামো বিন্যাস, জনকল্যাণ বৃদ্ধি এবং ঝুঁকি প্রতিরোধসহ সুষ্ঠুভাবে নানা কাজ করা।

লি খ্য ছিয়াং আশা করেন, সংস্কার ও উন্মুক্তকরণ নীতি প্রবর্তনের ৪০তম বার্ষিকী উপলক্ষ্যে সবাই দেশীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি স্থানীয় বাস্তবতার সঙ্গে মিল রেখে আরো বাস্তব পদক্ষেপ নেবে।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040