'চীনের সংস্কৃতি, বসন্ত উৎসব' শিল্পী দলের পারফর্মেন্স ২ মার্চ সিডনি'র ডার্লিং হারবার আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত
  2018-03-06 16:11:43  cri
'২৩ তম ফরাসি কার্যক্রম মাস' বেইজিংয়ে উদ্বোধন

গত ১ মার্চ '২৩তম ফরাসি কার্যক্রম মাস'-এর সাংবাদিক সম্মেলন বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। চীনে ১৯টি ফরাসি ভাষাভাষী দেশের দূতাবাস এবং কূটনৈতিক মিশনের যৌথ উদ্যোগে এবারের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এর মাধ্যমে ধারাবাহিক বৈচিত্র্যপূর্ণ ও ডিজিটাল সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ফরাসি ভাষী দেশের সবচেয়ে সুন্দর কর্ম এবং সংস্কৃতি প্রদর্শন করা হয়।

এবার ফরাসি কার্যক্রম মাসের প্রতিপাদ্য হলো ফরাসি ভাষাভাষী দেশের নারীদের প্রতি শ্রদ্ধা। ফরাসি চলচ্চিত্র প্রদর্শনী, ফরাসি নাটক প্রতিযোগিতাসহ বিভিন্ন কার্যক্রম চীনের ২৫টি শহর, ১৮ হাজার কারাওকে টিভি-KTV এবং উইচেট প্ল্যাটর্ফমে প্রদর্শিত হবে।

চীনে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যান-মরিস প্রতিবেদন উত্থাপনকালে তাঁর ভাষণে বলেন, "ফরাসি ভাষা চীনে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে দাঁড়িয়ে আছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখখো চলতি বছরের প্রথম দিকে চীন সফর করেন। সফরকালে তিনি বলেছিলেন, ভাষা শিক্ষার মাধ্যমে বিনিময়, কাজ, শিক্ষা ও বন্ধু জানার সুযোগ এনে দেয়। আরও চীনা ছাত্রছাত্রীদের ফরাসি ভাষা শিখার উত্সাহ দেওয়া হবে। চীনে আরো বেশী মানুষ ফরাসি ভাষায় কথা বলবে বলে তাঁর আশা। তাছাড়া, আগামী ৩০ বা ৪০ বছরের মধ্যে ফরাসি ভাষা বিশ্বের প্রথম ভাষায় পরিণত হবে বলেও তাঁর প্রত্যাশা।"

বিশেষ অতিথি হিসেবে বিখ্যাত মিডিয়া ব্যক্তি হংহুয়াং অংশগ্রহণকারী অতিথিদের কাছে নারীবাদ সম্পর্কে তাঁর নিজস্ব মতামত ভাগাভাগি করেছেন। তিনি জানান, ৮ মার্চ ফ্রেঞ্চ-মরক্কো মিশ্র-জাতি লেখিকা লেলা সলিম্যানি ফরাসি ভাষা-ভাষী দেশের নারীবাদ এবং নারীবাদী স্থিতাবস্থা নিয়ে গভীর আলোচনা করবেন।

চীনের বিখ্যাত উপস্থাপক উ সিন চলতি ফরাসি কার্যক্রম মাস অনুষ্ঠানের প্রচার রাষ্ট্রদূত হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ে ফরাসি শিখেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ফরাসি ভাষার ইতিহাস চলমান, এর মাধ্যমে ভবিষ্যতের সাথে সংযোগ স্থাপন করুন। এটি একটি ভাষা যার গভীর সাংস্কৃতিক ঐতিহ্য আছে এবং মানুষকে বিশ্বের সঙ্গে যুক্ত করার জন্য অনেক দরজা খুলে দেয়।

বন্ধুরা, '২৩তম ফরাসি কার্যক্রম মাস' বেইজিংয়ে উদ্বোধন শিরোনামে সাংস্কৃতিক খবরটি এখানে শেষ। এবারে শুনুন 'ইতালিয়ান ডিজাইন দিবস' সারা বিশ্বে চালু শিরোনামে আরেকটি সংবাদ।

'ডিজাইন ও টেকসই উন্নয়ন' প্রতিপাদ্য নিয়ে দ্বিতীয় ইতালিয়ান ডিজাইন দিবস চীনে ইতালির দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এদিন 'ইতালিয়ান ডিজাইন দিবস' সারা বিশ্বের এক'শটি শহরে একই সময়ে শুরু হয়েছে। 'ইতালীয় নকশার অ্যাম্বাসেডর', বিখ্যাত স্থপতি মাসুমো রোজ বেইজিংয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি এবং সিনহুয়া বিশ্ববিদ্যালয়ের আর্ট মিউজিয়ামের উপ-পরিচালক, <ইন্টার্নি নকশা যুগ> পত্রিকার প্রধান সম্পাদকসহ বিভিন্ন বিশেষজ্ঞ 'ডিজাইন ও টেকসই উন্নয়ন' এর বিষয় নিয়ে গভীর আলোচনা করেন।

ইতালির কূটনৈতিক ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উদ্যোগে, ইতালীয় সাংস্কৃতিক ঐতিহ্য কার্যক্রম ও পর্যটন বিভাগ এবং ডিজাইন শিল্পের প্রধান সরকারি ও বেসরকারি সংস্থা যৌথভাবে 'ইতালিয়ান ডিজাইন দিবস' অনুষ্ঠান আয়োজন করে। এ অনুষ্ঠানের লক্ষ্য হলো ধারাবাহিক আন্তঃ-সংস্কৃতি প্রচারণা অনুষ্ঠানের মাধ্যমে ইতালীয় সংস্কৃতি ও উত্পাদন ব্যবস্থা প্রচার করা।

জানা গেছে, ইতালির কূটনৈতিক ও আন্তর্জাতিক সহযোগিতা বিভাগ 'ইতালিয়ান ডিজাইন দিবস'র জন্য গ্লোবাল প্রচার অনুষ্ঠান এক'শ 'ইতালিয়ান ডিজাইন অ্যাম্বাসেডর' নির্বাচন করেছে। এতে রয়েছে বিখ্যাত স্থপতি, ডিজাইনার, উদ্যোক্তা, সাংবাদিক, মিডিয়াব্যক্তিত্ব এবং বিশেষজ্ঞ।

'চীনের সংস্কৃতি, বসন্ত উৎসব' শিল্পী দলের পারফর্মেন্স ২ মার্চ সিডনি'র ডার্লিং হারবার আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

'চীনের সংস্কৃতি, বসন্ত উৎসব' একটানা দশ বছর ধরে সিডনিতে হয়ে আসছে। ২ মার্চ সন্ধ্যায় ডার্লিং হারবার আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কোন আসন খালি ছিলনা। প্রায় ৩ হাজার দর্শক একটি চিত্তাকর্ষক, উষ্ণ লন্ঠন উত্সব উপভোগ করেন।

অনুষ্ঠান শুরুর আগে চীনের রাষ্ট্রীয় পরিষদের চীনের বিদেশী বিষয়ক দফতরের পরিচালক ছিও ইয়ান ভিং ভিডিওয়ের মাধ্যমে বসন্ত উত্সবের শুভেচ্ছা জানান। এরপর সিডনিতে চীনের কন্সুলার জেনারেল কু সিয়াও সিয়ে এবং শিল্পী দলের পরিচালক চিয়াং উয়েই ভাষণ দেন। কু সিয়াও চিয়ে বলেন,

"চীনের সংস্কৃতি, বসন্ত উৎসব" অনুষ্ঠানে জন্মভূমির গভীর অনুভূতি রয়েছে। আশা করি এই অনুষ্ঠান বিদেশে চীনাদের কাছে বসন্ত উত্সবের আনন্দ এবং অনুভূতি এনে দেবে।"

এবার সিডনিতে আসা শিল্পী দলের প্রস্তুতি অনুষ্ঠান অনেক চিত্তাকর্ষক। চীনের জাতীয় পর্যায়ের প্রথম শ্রেণীর অভিনেতা, বিখ্যাত টেনারিস্ট ওয়াং হং উয়েই, তালিয়েন শহরের বেইজিং থিয়েটারের ডিন ইয়াং ছি, চীনা ব্রডকাস্টিং আর্ট ট্রুপের সোফারো গায়িকা চু সা এবং হেনান প্রদেশের গান-নৃত্য শিল্পী গ্রুপের নৃত্য শিল্পী দর্শকদের কাছে ক্লাসিকাল সঙ্গীত, বেইজিং অপেরা ও লোক নৃত্যসহ বিভিন্ন চমত্কার অনুষ্ঠান উপহার দিয়েছেন।

রাষ্ট্রীয় পরিষদের বিদেশী চীনা বিষয়ক অফিস ২০০৯ সাল থেকে 'চীনের সংস্কৃতি, বসন্ত উৎসব'কে সাংস্কৃতিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করেছে। ২০১৭ সালের শেষ নাগাদ ১৪০টিরও বেশী দেশ ও অঞ্চলে ৭০টি শিল্পী দল পাঠিয়ে ৪'শরও বেশী অনুষ্ঠান উপহার দিয়েছে। ৬ মিলিয়নেরও বেশী দর্শক এসব সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছেন। অনুষ্ঠানটির আরেকটি নাম আছে, তা হলো বিদেশে স্প্রিং ফেস্টিভাল গালা।

পয়লা মার্চ থেকে গোটা চীনে কার্যকর হয়েছে 'বিদেশি মেধাশক্তি ভিসাব্যবস্থা'। ২ মার্চ জাতীয় বিদেশি বিশেষজ্ঞ বিষয়ক প্রশাসন এ-তথ্য জানিয়েছে।

প্রশাসনের সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তকর্তা জানান, 'চীনে কর্মরত বিদেশিদের জন্য মূল্যায়ন মান (পরীক্ষামূলক)' অনুসারে বিদেশি বিশেষজ্ঞদের ভিসা দেওয়া হবে। এ-ক্ষেত্রে চীনের উন্নয়নের জন্য প্রয়োজনীয় বিদেশি বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, শিল্পপতি, বিশেষ মেধাশক্তি ও দক্ষতাসম্পন্ন বিদেশিরা উক্ত ভিসাব্যবস্থার আওতায় আসবেন। নতুন ব্যবস্থায় দক্ষ বিদেশি বিশেষজ্ঞদের ভিসাপ্রাপ্তি সহজতর হবে বলেও উক্ত কর্মকর্তা জানান।

প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো? আপনারা যদি 'সাহিত্য ও সংস্কৃতি' বিষয়ক কোনো কিছু জানতে বা আলোচনা করতে চান, তাহলে আমাকে চিঠি লিখবেন বা ই-মেইল করবেন। আপনাদের কাছ থেকে চমত্কার পরামর্শ আশা করছি। আর আপনাদের জানিয়ে রাখি, আমার ইমেইল ঠিকানা হলো, hawaiicoffee@163.com

চিঠিতে প্রথমে লিখবেন, 'সাহিত্য ও সংস্কৃতি' অনুষ্ঠানের 'প্রস্তাব বা মতামত'। আপনাদের চিঠির অপেক্ষায় রইলাম।

বন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। শোনার জন্য অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে একই দিন, একই সময় আপনাদের সঙ্গে আবারো কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইচিয়ান। (জিনিয়া/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040