'ফিনিক্স'
  2018-03-06 15:25:06  cri


প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা কেমন আছেন, বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়' আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েইফেইফেই।

প্রতি সপ্তাহের এই সময় আমার কাছে খুব আনন্দের এবং সৌভাগ্যের। কারণ এই সময় আপনাদের সঙ্গে সঙ্গীতের মাধ্যমে মনের কথা শেয়ার করতে পারি। যদিও চীন এবং বাংলাদেশের মধ্যে ভৌগলিক দূরত্ব অনেক বেশি, তবে সঙ্গীতের কোনো সীমানা নেই, আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে যেন আমি আপনাদের সাথেই আছি, তা আমার জন্য খুব সুন্দর মুহূর্ত।

আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে প্রবেশ করুন সঙ্গীতের দুনিয়ায়।

প্রথমে শুনুন 'ফিনিক্স' শিরোনামে একটি গান, গানের কন্ঠশিল্পী ইয়াং সুন ইয়াও। (১)

বন্ধুরা, এখন শুনুন 'প্রিয় প্রেমিকা' শিরোনামে একটি গান। গানের শিল্পী চীনের তাইওয়ান প্রদেশের কন্ঠশিল্পী ওয়াং রো লিন। রাতে ঘরে তোমার কথা মিস করলে খুব মধুর লাগে। যে দিনগুলো তুমি আমার সঙ্গে ছিলে, সেই সময় খুব সুন্দর। ভালোবাসার পথে তোমার সঙ্গ পেলে আমার একাকী লাগবে না। তোমার ভালোবাসা আমার জন্য খুব বিশেষ। আচ্ছা, তাহলে শুনুন গানটি।(২)

বন্ধুরা, এখন শুনুন 'ভিড়ে তোমাকে দেখেছি' শিরোনামে একটি গান। গানের কন্ঠশিল্পী লিন ইয়ু ছুন। গানের কথা এমন: ও প্রিয়, আমি কত ভাগ্যবান, ভিড়ে তোমাকে দেখতে পেয়েছি। ও প্রিয়, আমি কত আশা করি, এই মুহূর্ত থেকেই তোমার সঙ্গে আমার সব অনুভূতি শেয়ার করতে পারব। ও প্রিয়, আমি কত ভাগ্যবান, ভিড়ে তোমাকে দেখতে পেয়েছি। ও প্রিয়, আমি কত আশা করি, প্রতিদিন এখানে থাকলে ঘরের মত উষ্ণ অনুভূতি পাই। আচ্ছা, শুনুন গানটি।(৩)

প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনুন 'উজ্জ্বল গ্রীষ্ম' শিরোনামে একটি গান। গানের কন্ঠশিল্পী লি চিয়া উন। লি চিয়া উন ১৯৮৮ সালের ১০ জুলাই চীনের শাংহাই শহরে জন্মগ্রহণ করেন। তিনি গায়ক, গীতিকার, অভিনেতা। তিনি শাংহাই থিয়েটার একাডেমী থেকে স্নাতক হন। ২০১৪ সালে তাঁর প্রথম এ্যালবাম বাজারে আসে। আচ্ছা, শুনুন তাঁর গাওয়া সুন্দর গানটি।(৪)

বন্ধুরা, এখন যে গান আপনাদের শোনাতে যাচ্ছি, এর শিরোনাম 'আমি তোমাকে পছন্দ করি'। গানের কন্ঠশিল্পী সিয়াও ইয়ান ইয়ান। এই গানটি খুব সুন্দর; মধুর, শান্ত, মুগ্ধ করার মত। আশা করি আপনি তা শুনছেন, আপনার প্রিয় মানুষও তা শুনছে। এই বিশ্ব এত বড়, আশা করি আপনারা সবাই প্রিয় মানুষের সঙ্গে থাকতে পারবেন। (৫)

বন্ধুরা, এখন শুনুন আরেকটি খুব সুন্দর গান। গানের শিরোনাম 'আওহান'। গানের কন্ঠশিল্পী মা দি। আপনারা হয়ত ভাবছেন, গানের শিরোনাম 'আওহান' এর অর্থ কি? আসলে এখানে খুব সুন্দর একটি প্রেমের গল্প আছে। আওহান হলেন গানের কন্ঠশিল্পী মা দি'র প্রেমিকা। তিনি বিশেষ করে নিজের প্রিয় মানুষের জন্য এই গান রচনা করেছেন। গানে মেয়েটির প্রতি তাঁর গভীর ভালোবাসা প্রতিফলিত হয়েছে। আর গানের মধ্য দিয়ে তিনি তাকে বিবাহের প্রস্তাব জানিয়েছেন। আচ্ছা, একসাথে শুনবো এই গানটি।(৬)

বন্ধুরা, এখন শুনুন খুব সুন্দর একটি গান, গানের শিরোনাম 'তোমাকে আমার গানে লিখবো'। গেয়েছেন সঙ্গীত ব্যান্ড 'সু তা লুই'। গানের কথা এমন: জীবন যেন জাদুকরের মত, সব দুঃখ, আনন্দকে একটি গানে পরিণত করতে পারে। মনের দুঃখ সব ভুলে গেছি, শুধুই মনে রাখি তোমার মিষ্টি হাসি। আচ্ছা, শুনুন গানটি।(৭)

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। অনুষ্ঠান শেষ করার আগে আপনাদের আরেকটি মিষ্টি গান শোনাবো, গানের শিরোনাম 'সে ঘুমের মধ্যে স্বপ্নে আছে'। গানের কন্ঠশিল্পী ভু সু। আশা করি এই গানটি আপনাদের ভালো লাগবে।(৮)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040