রয়টার্স চীনের সরকারি কার্যবিবরণীর প্রধান প্রধান বিষয় তুলে ধরেছে। সংস্থাটি মনে করে, দুটি একশ বছরের লক্ষ্য বাস্তবায়নের পথে স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি গুরুত্বপূর্ণ।
অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, চীন পঞ্চম প্রজন্মের টেলিযোগাযোগ, বিমানের ইঞ্জিন ও নতুন জ্বালানিশক্তির গাড়িসহ নানা শিল্পের উন্নয়নে গুরুত্বারোপ করবে।
রাশিয়ার রসিয়া সেগদ্নিয়া চীনের উন্মুক্তকরণ নীতিকে গুরুত্ব দিয়েছে। খবরে বলা হয়, চীন টেলিযোগাযোগ, চিকিত্সা, শিক্ষা, নতুন জ্বালানিচালিত গাড়িসহ নানা ক্ষেত্র আরও উন্মুক্ত করবে।
জাপানের নিক্কি, দ্য আসাহি শিমবুনসহ নানা গণমাধ্যম চীনের ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান ও সরকারি কার্যবিবরণী নিয়ে খবর প্রচার করেছে।
(রুবি/তৌহিদ)