চীনের সরকারি কার্যবিবরণী নিয়ে আন্তর্জাতিক সমাজের প্রতিক্রিয়া
  2018-03-06 10:28:50  cri
মার্চ ৬: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং গতকাল (সোমবার) ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসে সরকারি কার্যবিবরণী পেশ করেছেন। কার্যবিবরণীতে গেল ৫ বছরের সরকারি কার্যক্রম সংক্ষেপে তুলে ধরা হয়েছে এবং ২০১৮ সালে সরকারি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এরপরই বিভিন্ন দেশের প্রধান গণমাধ্যমগুলো তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। গণমাধ্যমগুলো বলছে, এ প্রতিবেদনটি সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের চিন্তাধারা বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব।

রয়টার্স চীনের সরকারি কার্যবিবরণীর প্রধান প্রধান বিষয় তুলে ধরেছে। সংস্থাটি মনে করে, দুটি একশ বছরের লক্ষ্য বাস্তবায়নের পথে স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি গুরুত্বপূর্ণ।

অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, চীন পঞ্চম প্রজন্মের টেলিযোগাযোগ, বিমানের ইঞ্জিন ও নতুন জ্বালানিশক্তির গাড়িসহ নানা শিল্পের উন্নয়নে গুরুত্বারোপ করবে।

রাশিয়ার রসিয়া সেগদ্‌নিয়া চীনের উন্মুক্তকরণ নীতিকে গুরুত্ব দিয়েছে। খবরে বলা হয়, চীন টেলিযোগাযোগ, চিকিত্সা, শিক্ষা, নতুন জ্বালানিচালিত গাড়িসহ নানা ক্ষেত্র আরও উন্মুক্ত করবে।

জাপানের নিক্কি, দ্য আসাহি শিমবুনসহ নানা গণমাধ্যম চীনের ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান ও সরকারি কার্যবিবরণী নিয়ে খবর প্রচার করেছে।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040