ইনার মঙ্গোলীয় জাতির প্রতিনিধিরা সাধারণ সম্পাদক সিকে শুভেচ্ছা জানান। জবাবে প্রেসিডেন্ট সি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং প্রতিনিধিদের সঙ্গে গ্রুপ ছবি তোলেন।
প্রতিনিধিদলটির সঙ্গে পর্যালোচনার সময় সি সেখানকার জনগণের জীবিকার ওপর গুরুত্বারোপ করেন। সেখানকার সবজি চাষ, পণ্যের দাম এবং সড়কসহ অবকাঠামো নির্মাণ, আবর্জনা মোকাবিলাসহ বিভিন্ন বিষয় জানতে আগ্রহ প্রকাশ করেন প্রেসিডেন্ট সি। তা ছাড়া, ইনার মঙ্গোলিয়ার অর্থনীতি দ্রুতবেগে উচ্চ মানের ভিত্তিতে উন্নয়ন করার জন্য প্রস্তাবও উত্থাপন করেন প্রেসিডেন্ট সি। তিনি বলেন, ইনার মঙ্গোলিয়ার শিল্পের উন্নয়ন কেবল ছাগল, কয়লা, ভূমি ও গ্যাসের ওপর নির্ভর করা উচিত্ নয়, বরং নতুন শিল্প লালন পালন করা উচিত্।
লিলি/টুটুল