আজ (সোমবার) সরকারি কর্ম-প্রতিবেদন পেশ করার সময় চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং একথা বলেন।
তিনি বলেন, চীন সক্রিয়ভাবে বৈদেশিক পরিচালনা পূর্ণাঙ্গ করে তোলার সংস্কারে অংশ নেবে, উন্মুক্ত বৈদেশিক অর্থনীতি প্রতিষ্ঠা করবে, বড় দেশের সমন্বিত সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাবে, আশেপাশের দেশসমূহের সঙ্গে সুপ্রতিবেশীসূলভ বন্ধুত্বপূর্ণ অভিন্ন উন্নয়ন গভীরতর করবে এবং উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে সহযোগিতা জোরদার করবে। চীন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন করার নিরলস প্রচেষ্টা চালাতে ইচ্ছুক বলে প্রধানমন্ত্রী লি জোর দিয়ে বলেন।
(লিলি/টুটুল)