চীনা ব্র্যান্ডের নতুন ভাবমূর্তি সৃষ্টি করবে চীন: বাণিজ্যমন্ত্রী
  2018-03-05 18:28:14  cri
মার্চ ৫: চীনের গুণ ও চীনা ব্র্যান্ডের নতুন ভাবমূর্তি সৃষ্টি করবে চীন। আজ (সোমবার) চীনের বাণিজ্যমন্ত্রী চোং শান বেইজিংয়ে ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের বার্ষিক সম্মেলনের 'মন্ত্রী করিডোরে' দেশি-বিদেশি সাংবাদিকদের কাছে দেওয়া এক সাক্ষাত্কারে একথা বলেন।

তিনি বলেন, ২০১৭ সালে চীনের বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন স্থিতিশীলতা বজায় রাখার সঙ্গে সঙ্গে অগ্রগতি অর্জন করেছে এবং ভালোর দিকে চলে গেছে। যা প্রধানত তিন ক্ষেত্রে প্রতিফলিত হয়।

প্রথমত, বৈদেশিক বাণিজ্যের প্রবৃদ্ধির হার দ্রুততর হয়েছে। গত বছর চীনের আমদানি ও রপ্তানির মোট মূল্য ১৪.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং যা গত বছরে সর্বোচ্চ পর্যায়ে দাঁড়িয়েছে। ফলে চীন বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক দেশ হয়ে ওঠে। এতে বড় ট্রেডিং দেশ হিসেবে চীনের মর্যাদা আরো সুসংহত হওয়ার অবস্থা প্রতিফলিত হয়। দ্বিতীয়ত, বৈদেশিক বাণিজ্যের উন্নয়নের গুণগত মান বেড়েছে। উচ্চ-প্রযুক্তি এবং উচ্চ গুণগত মানসম্পন্ন বৈদেশিক পণ্যের হার আগের চেয়ে বেড়েছে। তৃতীয়ত, বৈদেশিক বাণিজ্যের উন্নয়নের চালিকা শক্তিও জোরালো হয়েছে। প্রযুক্তি, ব্যবস্থা ও পরিচালনার ক্ষেত্রে উদ্ভাবনশীল চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলো দেখা দিয়েছে। এসব শিল্পপ্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতার শক্তি অব্যাহতভাবে জোরদার হচ্ছে এবং চীনের বৈদেশিক বাণিজ্যের উন্নয়নের নতুন চালিকাশক্তিতে পরিণত হয়ে ওঠে। ২০১৮ সালে চীন উন্নয়নের নতুন ধারণা পালন করে উচ্চ গুণগত মানকে এগিয়ে নিয়ে যাবে বলে চোং শান জোর দিয়ে বলেন। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040