"আমি সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উপস্থিত বিভিন্ন সদস্য, রাজনৈতিক পার্টির প্রতিনিধি ও নির্দলীয় সদস্য, প্রবাসী চীনা, এবং সার্বিকভাবে সিপিপিসিসি'র সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানাই।"
বৈঠকে সি চিন পিং জোর দিয়ে বলেন, সিপিসি'র অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে এ-পর্যন্ত গত ৫ বছরকে অসাধারণ সময়পর্ব বলা যায়। এ-সময়পর্বে চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্র বিনির্মাণে ঐতিহাসিক সাফল্য অর্জিত হয়েছে এবং পার্টি, রাষ্ট্র, জনগণ ও সেনাবাহিনীর মধ্যেও উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। এমন সাফল্য অর্জন অতি সহজ ব্যাপার নয়। এটা সিপিসি'র কেন্দ্রীয় কমিটির শক্তিশালী নেতৃত্ব, চীনের বিভিন্ন জাতির মানুষের অভিন্ন সংগ্রাম, এবং বিভিন্ন রাজনৈতিক পার্টি, নির্দলীয় ব্যক্তি, ও সিপিপিসিসি'র সকল সদস্যের বুদ্ধি ও প্রচেষ্টার যৌথ ফল। প্রেসিডেন্ট সি বলেন,
"সিপিসি'র নেতৃত্বাধীন বহু পার্টির সহযোগিতা ও রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ব্যবস্থা চীনের মৌলিক রাজনৈতিক ব্যবস্থা। এই ব্যবস্থা সিপিসি, চীনা জনগণ, বিভিন্ন রাজনৈতিক পার্টি ও নির্দলীয় ব্যক্তিবর্গের যৌথ উদ্যোগে সৃষ্টি হয়েছে, যা চীনের মাটিতে উন্নত নতুন ধরনের রাজনৈতিক ব্যবস্থা। এ-ব্যবস্থা আধুনিক চীনের বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং চীনা জাতির সহনশীলতা ও 'অমিল পাশে রেখে মিল অন্বেষণ করার' সংস্কৃতির বহিঃপ্রকাশ। এটা মানবজাতির রাজনৈতিক সভ্যতায় চীনের গুরুত্বপূর্ণ অবদান।"
প্রেসিডেন্ট সি আরও বলেন, নতুন ধরনের রাজনৈতিক পার্টিব্যবস্থা মাকর্সবাদের রাজনৈতিক তত্ত্ব ও চীনা বাস্তবতার সংমিশ্রণে প্রতিষ্ঠিত, যা চীনা জনগণের মৌলিক স্বার্থ এবং বিভিন্ন জাতি ও মহলের মৌলিক স্বার্থকে প্রতিনিধিত্ব করতে সক্ষম। এই ব্যবস্থায় কার্যকরভাবে পুরাতন রাজনৈতিক ব্যবস্থার দুর্বলতা এড়ানো হয়েছে।
"চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন বহু পার্টির সহযোগিতা ও রাজনৈতিক পরামর্শ ব্যবস্থায় সিপিসি'র নেতৃত্বকে কেন্দ্র করার পাশাপাশি সমাজতান্ত্রিক গণতন্ত্রও প্রচার করা হয়েছে। রাজনৈতিক পরামর্শ, রাজনীতিতে অংশগ্রহণ ও আলোচনা এবং গণতান্ত্রিক তত্ত্বাবধান এ-গণতন্ত্রের মূল কথা। সিপিসি'র নেতৃত্বে অবিচল থাকা এবং ব্যাপক ও কার্যকরভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা এ-ব্যবস্থার লক্ষ্য।"
বিভিন্ন রাজনৈতিক পার্টির প্রতিনিধি ও নির্দলীয় সদস্যরা সিপিসি'র ভালো সহযোগী, পরামর্শক ও সহকর্মী হবেন বলে আশা করেন সি চিন পিং।
"নতুন যুগে বহু পার্টির সহযোগিতার মঞ্চ আরও বিস্তৃত করে এ-ব্যবস্থার আওতায় বিভিন্ন ইস্যুতে পরামর্শ করার নিয়মকানুন তৈরি করা হয়, যাতে পরামর্শের মাধ্যমে মতৈক্য ও শক্তি অর্জন করা যায়। রাজনৈতিক পরামর্শ ব্যবস্থা শুধু মুখের কথা নয়, বরং তত্ত্ব ও বাস্তবতার ভিত্তিতে আন্তরিকভাবে পরামর্শ দেওয়া। যে-ইস্যুতে পরামর্শ নেওয়া হয়, সে-ইস্যুতে সাফল্য অর্জনই লক্ষ্য।"
প্রেসিডেন্ট সি উল্লেখ করেন, সার্বিকভাবে সচ্ছল সমাজ গড়ে তোলার বড় ঝুঁকি এড়ানো, নির্দিষ্টভাবে দারিদ্র্যবিমোচন, এবং দুষণ প্রতিরোধ—এই তিনটি 'যুদ্ধ' জয় করতে হবে। অনেক গুরুত্বপূর্ণ কর্তব্য ও পদক্ষেপ যৌথভাবে চালু করতে হবে এবং অনেক বিষয় নিয়ে গভীর গবেষণা করতে হবে।
সিপিসি'র সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের কথা শুনে চীনের ডেমোক্র্যাটিক লীগের সিপিপিসিসি'র সদস্য ছাও ওয়ে শিং বলেন,
"সাধারণ সম্পাদক সি আন্তরিকভাবে কথা বলেছেন। তাঁর গুরুত্বপূর্ণ বক্তব্য চীনা বৈশিষ্ট্যসম্পন্ন বহু পার্টির সহযোগিতা ও রাজনৈতিক পরামর্শ ব্যবস্থার সুসংবদ্ধতার জন্য অতি গুরুত্বপূর্ণ। তাঁর বক্তব্য চীনা সভ্যতার ভিত্তিতে পেশ করা হয়েছে এবং বাস্তব উন্নয়নের চাহিদার সঙ্গে সঙ্গতিপূর্ণ।"
(সুবর্ণা/আলিম)