ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের প্রথম অধিবেশনে কর্ম-প্রতিবেদন পেশ
  2018-03-05 16:00:47  cri

মার্চ ৫: আজ (সোমবার) বেইজিংয়ে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র প্রথম অধিবেশনে কর্ম-প্রতিবেদন পেশ করেছেন চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং।

প্রতিবেদনে বিগত ৫ বছরে সরকারের কাজ নিয়ে অতীত পর্যালোচনা করেন তিনি। যেমন, গত ৫ বছরে চীনের অর্থনৈতিক ক্ষমতা নতুন এক পর্যায়ে উন্নীত হয়েছে, জিডিপি ৫৪ ট্রিলিয়ন থেকে বেড়ে ৮২.৭ ট্রিলিয়নে দাঁড়িয়েছে। বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধির ক্ষেত্রে চীনের অবদানের হার ৩০ শতাংশ ছাড়িয়ে গেছে।

প্রতিবেদনে বলা হয়, এখন চীন সমাজতন্ত্রের প্রথম পর্যায়ে রয়েছে এবং ভবিষ্যতে অনেক লম্বা সময়ে এই পর্যায়ে থাকবে। উন্নয়নের ভারসাম্যহীনতাসহ কিছু সমস্যার সমাধান হয় নি। তাই সরকারকে আরো অনেক কাজ করতে হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তা ছাড়া, প্রতিবেদনে চলতি বছর চীনের অর্থনীতি ও সমাজের উন্নয়নে নতুন লক্ষ্য ও চাহিদাও উত্থাপন করা হয়। অব্যাহতভাবে সক্রিয় আর্থিক নীতি ও স্থিতিশীল মুদ্রা নীতি পালন করার ওপরও গুরুত্বারোপ করা হয় প্রতিবেদনে।

চলতি বছর হলো চীনের সংস্কার ও উন্মুক্তকরণ নীতি চালু হওয়ার ৪০তম বার্ষিকী, চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের চেতনা পালনের প্রথম বর্ষও এটি। স্থিতিশীলতা বজায় রাখার সঙ্গে সঙ্গে অগ্রগতি অর্জনকে কাজের মুল সুর হিসেবে নির্ধারণ করা হয় কর্মপ্রতিবেদনে। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040