ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের প্রথম অধিবেশন বেইজিংয়ে শুরু
  2018-03-05 15:13:32  cri

মার্চ ৫: চীনের ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র প্রথম অধিবেশন আজ (সোমবার) সকালে বেইজিংয়ে শুরু হয়েছে। সি চিন পিংসহ চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) ও দেশের রাষ্ট্রীয় পর্যায়ের নেতারা এতে যোগ দিয়েছেন।

সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের পর চীনের সর্বোচ্চ আইন সংস্থার প্রথম অধিবেশন এটি।

চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং অধিবেশনে সরকারি কর্ম-প্রতিবেদন পেশ করেন এবং চলতি বছর সরকারের কাজ নিয়ে প্রস্তাব উত্থাপন করেন।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর চীনের অর্থনীতি ও সমাজের উন্নয়নের প্রধান প্রত্যাশিত লক্ষ্য হলো চীনের জিডিপি'র প্রবৃদ্ধি ৬.৫ শতাংশ ছাড়িয়ে যাবে। ভোক্তা মূল্য সূচক বা সিপিআই-এর প্রবৃদ্ধি ৩ শতাংশ ছাড়িয়ে যাবে। শহর ও জেলায় ১ কোটি ১০ লাখ মানুষের কর্মসংস্থান হবে এবং কর্মচ্যুতির হার ৫.৫ শতাংশের মধ্যে থাকবে, প্রধান দূষণ নির্গমন অব্যাহতভাবে কমবে, সেবামূলক কাঠামোগত সংস্কারে বাস্তব অগ্রগতি হবে এবং বিভিন্ন রকমের ঝুঁকি সুশৃঙ্খল ও কার্যকরভাবে নিয়ন্ত্রণে আনা হবে।

তা ছাড়া, প্রতিবেদনে চলতি বছর সরকারের কাজ প্রসঙ্গে ৯টি নির্দিষ্ট প্রস্তাব উত্থাপন করা হয়। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040