0303Muktarkotha
|
২. মানবজাতির জন্য অভিন্ন ভবিষ্যতের একটি কমিউনিটির কথা (a Community of Shared Future for Mankind) আপনি কখনো শুনেছেন? এটি চীনা প্রেসিডেন্ট সি চিন পিং উত্থাপন করেছেন। আপনার দৃষ্টিতে বড় দেশ হিসেবে চীন আন্তর্জাতিক সমাজে কি ধরণের ভূমিকা পালন করছে।
৩.চীনের উদ্যোগ 'এক অঞ্চল, এক পথ' সংশ্লিষ্ট দেশগুলো অথবা সারা বিশ্বের অর্থনীতি, অবকাঠামো, সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে কিনা? বিদেশী হিসেবে কিভাবে 'এক অঞ্চল, এক পথ' মূল্যায়ন করেন।
৪.চীনের প্রাকৃতিক পরিবেশে সাম্প্রতিক কয়েক বছরের উন্নতি আপনার চোখে পড়েছে?
৫. আপনি কখন Cashless Society শব্দটি শুনেছিলেন? যেমন আলি পে, ওয়েইচ্যাট পেইমেন্ট। আপনি কি ব্যবহার করেন? আপনার সুবিধা হচ্ছে?
৬.চীনের এবারের দু'টি অধিবেশনে (এপিসি ও সিপিপিসিসি) আপনার কোন প্রত্যাশা রয়েছে? আপনার কি মনে হয়, চীনা দু'টি অধিবেশনে গৃহীত কোন সিদ্ধান্ত চীনা ছাড়াও বিদেশীদের জন্য কোন তাত্পর্য বহন করে।
বিশেষ করে এবারের অধিবেশনে সংবিধান সংশোধনের খসড়া যাচাই করা হবে। এ ব্যাপারে আপনার মূল্যায়ন কী?