সরকারি কার্যবিবরণীতে আরও বলা হয়েছে, বৈশ্বিক প্রশাসন সংস্কারে সক্রিয়ভাবে অংশ নেবে চীন এবং উন্মুক্ত বৈশ্বিক অর্থনীতি গড়ে তোলার প্রশ্নে অবিচল থাকবে। এ ছাড়া, চীন বড় দেশগুলোর সঙ্গে সমন্বয় ও সহযোগিতা জোরদার করবে; প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে অভিন্ন উন্নয়ন ত্বরান্বিত করবে; এবং উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ সহযোগিতা জোরদার করবে।
বিবরণীতে আরও বলা হয়েছে, চলতি বছরের বোআও এশিয়া ফোরাম, শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষসম্মেলন, এবং চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের শীর্ষসম্মেলন সুষ্ঠুভাবে আয়োজন করা হবে। এসব সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে দায়িত্বশীল বড় দেশের ভুমিকা পালন করবে চীন। (সুবর্ণা/আলিম/ছাই)