মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাবে চীন: সরকারি কার্যবিবরণী
  2018-03-05 12:11:48  cri
মার্চ ৫: চীন দৃঢ়ভাবে শান্তিপূর্ণ উন্নয়নের পথে অবিচল থাকবে এবং নতুন ধরনের আন্তর্জাতিক সম্পর্ক গঠনে কাজ করবে। পাশাপাশি বিভিন্ন দেশকে সঙ্গে নিয়ে চীন মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠা করতেও ইচ্ছুক। আজ (সোমবার) চীনের ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের প্রথম অধিবেশনে পেশ করা সরকারি কার্যবিবরণীতে এ-কথা উল্লেখ করা হয়েছে।

সরকারি কার্যবিবরণীতে আরও বলা হয়েছে, বৈশ্বিক প্রশাসন সংস্কারে সক্রিয়ভাবে অংশ নেবে চীন এবং উন্মুক্ত বৈশ্বিক অর্থনীতি গড়ে তোলার প্রশ্নে অবিচল থাকবে। এ ছাড়া, চীন বড় দেশগুলোর সঙ্গে সমন্বয় ও সহযোগিতা জোরদার করবে; প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে অভিন্ন উন্নয়ন ত্বরান্বিত করবে; এবং উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ সহযোগিতা জোরদার করবে।

বিবরণীতে আরও বলা হয়েছে, চলতি বছরের বোআও এশিয়া ফোরাম, শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষসম্মেলন, এবং চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের শীর্ষসম্মেলন সুষ্ঠুভাবে আয়োজন করা হবে। এসব সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে দায়িত্বশীল বড় দেশের ভুমিকা পালন করবে চীন। (সুবর্ণা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040