মার্চ ৫: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং বলেছেন, চলতি বছর দেশের গ্রামাঞ্চলের এক কোটিরও বেশি লোক দারিদ্র্যমুক্ত হবে। তিনি আজ (সোমবার) বেইজিংয়ে ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের প্রথম অধিবেশনে পেশ করা সরকারি কার্যবিবরণীতে এ-কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্যবিমোচনের কৌশল হিসেবে চলতি বছর ২৮ লাখ দরিদ্র লোককে স্থানান্তর করা হবে। শিল্প, শিক্ষা, গণস্বাস্থ্য ও পরিবেশগত দারিদ্র্য দূর করার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, দারিদ্র্যবিমোচনের চালিকাশক্তি বাড়াতে হবে এবং অবকাঠামো নির্মাণ ও গণপরিসেবার দুর্বলতা কাটিয়ে ওঠার ওপর জোর দেওয়া হবে। (সুবর্ণা/আলিম/ছাই)