মার্চ ৫: চলতি বছর চীনের বায়ুমণ্ডলে দূষণ সৃষ্টিকারী সালফার-ডাই-অক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড গ্যাস নির্গমনের পরিমাণ ৩ শতাংশ কমানো হবে এবং গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে 'অতিক্ষুদ্র কণা' বা পিএম২.৫-এর ঘনত্ব অবহ্যতভাবে কমিয়ে আনা হবে। চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং আজ (সোমবার) ত্রয়োদশ গণকংগ্রেসের সরকারি কার্যবিবরণীতে এসব কথা বলেছেন।
প্রধানমন্ত্রী লি আরো বলেন, দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অগ্রগতি অর্জনের জন্য চীন পানি ও মাটি সুরক্ষা আইন জোরদার করবে, চীনা ভূখণ্ডে বিদেশি বর্জ্যের প্রবেশ নিষিদ্ধ করবে, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে বিশেষ ব্যবস্থা নেবে, সামুদ্রিক অঞ্চল রক্ষা ব্যবস্থা জোরদার করবে এবং পরিবেশ-আইন প্রয়োগ জোরদার করবে।
(শিশির/তৌহিদ/সুবর্ণা)