নিয়মানুগ ঝুঁকি মোকাবিলা করতে পারে চীন
  2018-03-05 11:14:22  cri
মার্চ ৫: চীন নিয়মানুগ ঝুঁকি মোকাবিলা করতে পারে। কারণ, চীনা অর্থনীতির মজবুত মৌলিক ভিত্তি ও পর্যাপ্ত নীতিগত ব্যবস্থা রয়েছে। চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং আজ (সোমবার) ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের সরকারি কার্যবিবরণীতে এসব কথা বলেছেন।

তিনি বলেন, স্থানীয় সরকারের ঋণ ঝুঁকি নিয়ন্ত্রণে বিভিন্ন ধরনের আইন লঙ্ঘনকারী ঋণপত্র ও গ্যারান্টিসহ নানা কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ ছাড়া চলতি বছর স্থানীয় সরকারের জন্য ১ লাখ ৩৫ হাজার কোটি ইউয়ান মূল্যের বিশেষ ঋণ ও স্টক ব্যবস্থা গৃহীত হয়েছে। যা গত বছরের তুলনায় ৫৫হাজার কোটি ইউয়ান বেশি।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040