অর্থনৈতিক ক্ষেত্রে নতুন গতিশক্তি উন্নয়ন করবে চীন
  2018-03-05 10:58:13  cri
মার্চ ৫: চীন এ বছর অর্থনৈতিক ক্ষেত্রে নতুন গতিশক্তি উন্নয়ন করবে। আজ (সোমবার) চীনা জাতীয় গণ কংগ্রেসে উত্থাপিত 'সরকারি কার্যবিবরণী'তে এ কথা বলা হয়। এতে নতুন শিল্পকৌশল ক্লাস্টার উন্নয়ন ও বৃদ্ধি করা, বিগ ডেটা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা, নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা ও ব্যবহার জোরদার করা এবং চিকিত্সা, অবসর ভাতা, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে 'ইন্টারনেট প্লাস' প্রচার অন্তর্ভুক্ত।

এ বছর চীন ইন্টারনেটের গতি বৃদ্ধি ও দাম কমানো জোরদার করবে। শহর ও গ্রামে সার্বিকভাবে দ্রুত গতির ব্রডব্যান্ড বাস্তবায়ন করবে। তাছাড়া, মোবাইল ফোনের রোমিং ফি বাতিল করা হবে এবং মোবাইল নেটওয়ার্ক ফি এ বছরের মধ্যে ৩০ শতাংশ হ্রাস করা হবে।

(ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040