মার্চ ৫: প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং বলেছেন, চীনকে 'নব্যতাপ্রবর্তনের রাষ্ট্র' হিসেবে গড়ে তোলা হবে এবং এর জন্য বিজ্ঞান, প্রযুক্তি ও সৃজনশীলতার ওপর অধিক গুরুত্ব দেওয়া হবে। তিনি আজ (সোমবার) বেইজিংয়ে ত্রয়োদশ জাতীয় গণকংগ্রসের প্রথম অধিবেশনে পেশ করা সরকারি কার্যবিবরণীতে এসব কথা বলেন।
তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে শ্রেষ্ঠ মানের রাষ্ট্রীয় গবেষণাগার নির্মাণ করা হবে। ধোঁয়াশা প্রতিরোধ ও ক্যান্সারসহ দূরারোগ্য ব্যাধির চিকিত্সা-ব্যবস্থা জোরদার করা হবে। সর্বোপরি, বিজ্ঞান ও প্রযুক্তিকে জনগণের কল্যাণে ব্যবহার করা হবে। (সুবর্ণা/আলিম/ছাই)