২০১৮ সালে চীনের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ৬.৫ শতাংশ
  2018-03-05 10:48:58  cri

মার্চ ৫: আজ (সোমবার) চীনের জাতীয় গণকংগ্রেসে উত্থাপিত সরকারি কার্যবিবরণীতে বলা হয়েছে, ২০১৮ সালে চীনের জিডিপি'র প্রবৃদ্ধি ৬.৫ শতাংশ ছাড়িয়ে যাবে। চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের প্রথম অধিবেশনে এ কার্যবিবরণী পেশ করেন।

ভোক্তা মূল্য সূচক বা সিপিআই-এর প্রবৃদ্ধি ৩ শতাংশ ছাড়িয়ে যাবে। শহর ও জেলায় ১ কোটি ১০ লাখ মানুষের কর্মসংস্থান হবে এবং কর্মচ্যুতির হার ৫.৫ শতাংশের মধ্যে থাকবে।

কার্যবিবরণীতে আরো বলা হয়, শহর ও জেলায় কর্মচ্যুতির মধ্যে কৃষক থেকে শ্রমিকের পেশা গ্রহণকারী মানুষ অন্তর্ভুক্ত হবে। চলতি বছর প্রথমবারের মতো এ বিষয়টিকে পূর্বাভাস হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে সার্বিক কর্মসংস্থান পরিস্থিতি প্রতিফলিত হবে বলে কর্মপ্রতিবেদনে উল্লেখ করা হয়।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040