সার্বিক ও গভীর সংস্কার এবং বৈশ্বিক উন্মুক্তকরণ নীতি এগিয়ে নেবে চীন
  2018-03-05 10:47:19  cri

মার্চ ৫: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং আজ (সোমবার) ত্রয়োদশ গণকংগ্রেসের সরকারি কার্যবিবরণীতে জোর দিয়ে বলেছেন, চীন সার্বিক ও গভীরভাবে সংস্কারকাজ করবে এবং বৈশ্বিক উন্মুক্তকরণ জোরদার করবে।

তিনি বলেন, গেল বছর রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের মুনাফা ২৩.৫ শতাংশ বৃদ্ধি পায়। আবাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, সুদের হার নিয়ন্ত্রণ ব্যবস্থা শিথিল করা হয়েছে ও আর্থিক বিনিয়োগের নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। শহর ও গ্রামের মানুষদের বার্ধক্যকালীন ও চিকিত্সাবীমা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। গ্রামীণ জমির মালিকানা, ঠিকাদার ও ব্যবস্থাপনা ক্ষেত্রে সংস্কার এগিয়ে নেওয়া হয়েছে এবং জনগণের অধিকার নিশ্চিতসংক্রান্ত কাজের ৮০ শতাংশ শেষ হয়েছে।

লি খ্য ছিয়াং বলেন, চীন বিশ্বমুখী উন্মুক্ত এ মৌলিক রাষ্ট্রীয়নীতি চালু করেছে। 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাব দিয়েছে এবং যৌথ নির্মাণ এগিয়ে নিচ্ছে। শাংহাইসহ ১১টি পরীক্ষামূলক অবাধবাণিজ্য অঞ্চল এবং ১৩টি সীমান্তপার পরীক্ষামূলক ই-কমার্স অঞ্চল স্থাপন করেছে। বিদেশি বিনিয়োগ ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। চীনে বিদেশি বিশেষজ্ঞদের সংখ্যা আগের চেয়ে ৪০ শতাংশ বেড়েছে। ৮টি অবাধবাণিজ্য চুক্তি স্বাক্ষরিত বা উন্নত করা হয়েছে। এ ছাড়া, চীনা মুদ্রা রেনমিনপি 'আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা' বা এসডিআর বাস্কেটে অন্তর্ভুক্ত হয়েছে।

(শিশির/তৌহিদ/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040