মার্চ ৫: গত পাঁচ বছরে চীনে দরিদ্র মানুষের সংখ্যা ৬.৮ কোটিরও বেশি কমেছে। দারিদ্র বিমোচনের জন্য স্থানান্তরিত জনসংখ্যা ৮৩ লাখ। দরিদ্র ঘটনা হার ১০.২ থেকে ৩.১ শতাংশে নেমে এসেছে। নাগরিকদের বার্ষিক আয় ৭.৪ শতাংশ বৃদ্ধি হয়েছে,যা চীনা অর্থনীতির প্রবৃদ্ধির গতিকে ছাড়িয়ে গেছে। চীনে বর্তমান বিশ্বের সবচেয়ে জনবহুল মধ্যম আয়ের গ্রুপ গড়ে উঠেছে। চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং আজ (সোমবার) বেইজিংয়ে আয়োজিত ত্রয়োদশ জাতীয় গণ কংগ্রেসের প্রথম অধিবেশনে এ কথা বলেন।
তিনি বলেন, বহির্মুখী পর্যটন ভ্রমণের পার্সনটাইমস ৮.৩ কোটি থেকে ১৩ কোটিতে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। সামাজিক পেনশন বীমায় ৯০ কোটি মানুষ অন্তর্ভুক্ত হয়েছে। মৌলিক চিকিত্সা বীমায় ১.৩৫৫ বিলিয়ন জনসংখ্যা অন্তর্ভুক্ত হয়েছে। চীনে বিশ্বের বৃহত্তম সামাজিক বীমা নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। এখন চীনা মানুষের প্রত্যাশিত গড় আয়ু ৭৬.৭ বছর। (ছাই/মহসীন)