চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং অধিবেশনে সরকারি কার্যবিবরণী পরিবেশন করেছেন। দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান ও মহাসচিব ওয়াং ছেন স্থায়ী কমিটির কাছে সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাবের খসড়া উপস্থাপন করেন।
চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের পর চীনের সর্বোচ্চ আইন সংস্থার প্রথম অধিবেশন এটি।
কর্মসূচী অনুযায়ী ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের প্রথম অধিবেশনে সরকারি কর্মপ্রতিবেদন, জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির কার্যবিবরণী, সর্বোচ্চ আদালতের কর্মপ্রতিবেদন এবং সর্বোচ্চ অভিশংসক সংস্থার কর্মপ্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি সংবিধান সংশোধনের খসড়া প্রস্তাব ও রাষ্ট্রীয় পরিষদের সংস্কার প্রস্তাবসহ নানা বিষয়ে আলোচনা হবে।
(রুবি/তৌহিদ)