চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) ম্যান্ডারিন, ইংরেজি ও রুশ ভাষায় উদ্বোধনী অনুষ্ঠানের অডিও সরাসরি সম্প্রচার করবে।
ম্যান্ডারিন, জাপানিজ ভাষা, দক্ষিণ কোরীয় ভাষা, বাংলা ভাষাসহ ৪০টি ভাষার মাধ্যমে এ অনুষ্ঠান প্রচারিত হবে। এ ছাড়া, চায়না নিউজ এবং চায়না প্লাসসহ বহু ভাষার চ্যানেল এবং ফেসবুক, টুইটার ও উইচ্যাটসহ বিভিন্ন দেশি-বিদেশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারিত হবে এ অনুষ্ঠান।
তা ছাড়া, চায়না নিউজ, চায়না রেডিও, চায়না টিভি এবং সিআইবিএন ইন্টারনেট টিভিসহ বিভিন্ন প্লাটফর্মের মাধ্যমে সম্প্রচারিত হবে।
(লিলি/টুটুল)