মার্চ ৪: প্রতিরক্ষার চাহিদা এবং জাতীয় অর্থনীতির উন্নয়নের মান অনুযায়ী প্রতিরক্ষা বাজেটের ব্যাপকতা সুবিন্যস্ত করা হলো বিভিন্ন দেশের প্রচলিত আচরণ। চীনের প্রতিরক্ষার ক্ষেত্রে বরাদ্দ বিশ্বের অনেক দেশের তুলনায় নিম্ন পর্যায়ের।
আজ (রোববার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে ত্রয়োদশ এনপিসি'র প্রথম অধিবেশনের মুখপাত্র চাং ইয়ে সুই একথা বলেন।
তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন যথাযথভাবে প্রতিরক্ষার ক্ষেত্রে বরাদ্দ বাড়িয়ে আসছে, এদের মধ্যে বেশিরভাগই হলো বিগত এ ক্ষেত্রে বরাদ্দের অভাব পূরণ করা এবং সাজসরঞ্জাম নবায়ন, সৈন্যদের বেতন বাড়ানো ও তৃণমূলে বাহিনীর প্রশিক্ষণ বা জীবনের মান উন্নয়নে ব্যবহৃত হয়। জিডিপি ও জাতীয় আর্থিক ব্যয়ের মধ্যে প্রতিরক্ষা বাজেটের হার বা মাথাপিছু পরিমাণ, যাই হোক, বিভিন্ন দিক থেকে বলা যায়, চীনের প্রতিরক্ষার বরাদ্দের মান বিশ্বের প্রধান দেশের চেয়ে নিম্ন। চীন বরাবরই শান্তিপূর্ণ উন্নয়নের পথে চলে আসছে এবং প্রতিরক্ষামূলক নীতি পালন করে আসছে। অন্য দেশের কাছে চীনের উন্নয়ন হুমকি নয় বলে মুখপাত্র জোর দিয়ে বলেন।
(লিলি/টুটুল)