ত্রয়োদশ এনপিসি'র প্রথম অধিবেশনের মুখপাত্র চাং ইয়ে সুই আজ (রোববার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন।
তিনি বলেন, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ হলো আন্তঃযোগাযোগকে ঘিরে পারস্পরিক উপকারিতা ও সকলের কল্যাণকে লক্ষ্য হিসেবে উত্থাপিত অর্থনৈতিক সহযোগিতার প্রস্তাব। এর উদ্দেশ্য হলো পারস্পরিক প্রাধান্যের পরিপূরকতার মাধ্যমে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি এবং বিভিন্ন দেশের অভিন্ন উন্নয়নে আরো বেশি সুযোগ সৃষ্টি করা। 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে অংশগ্রহণকারী প্রত্যেকেই এর সমান অংশীদার। এ উদ্যোগ একটি উন্মুক্ত ও সহনশীল প্লাটফর্ম বলে মুখপাত্র জোর দিয়ে বলেন। এ উদ্যোগ কোনো দেশকে বর্জন করবে না। যারা এ উদ্যোগে আগ্রহী তারা এতে অংশ নিতে পারে বলে মুখপাত্র উল্লেখ করেন।
মুখপাত্র আরো বলেন, ২০১৮ সাল চীনের 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ উত্থাপনের পঞ্চম বার্ষিকী। এ উপলক্ষ্যে বেইজিং এ উদ্যোগ নির্মাণে সকল সক্রিয় ও গঠনমূলক মতামতকে স্বাগত জানায়। (লিলি/টুটুল)