মার্চ ৪: চীনের ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র প্রথম অধিবেশন আগামীকাল (সোমবার) সকাল ৯টায় বেইজিংয়ে মহা গণভবনে অনুষ্ঠিত হবে। অধিবেশনে চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের সরকারি কর্মরিপোর্ট শোনানো হবে, ২০১৭ সালে জাতীয় অর্থনীতি ও সমাজের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন পরিস্থিতি এবং ২০১৮ সালে জাতীয় অর্থনীতি ও সমাজের উন্নয়ন পরিকল্পনার খসড়া প্রস্তাববিষয়ক রাষ্ট্রীয় পরিষদের রিপোর্ট তদারক করা হবে, ২০১৭ সালে কেন্দ্রীয় ও আঞ্চলিক বাজেটের কার্যকর অবস্থা এবং ২০১৮ সালে কেন্দ্রীয় ও আঞ্চলিক বাজেটের খসড়া প্রস্তাববিষয়ক রাষ্ট্রীয় পরিষদের রিপোর্ট তদারক করা হবে এবং সংবিধান সংশোধনের খসড়া প্রস্তাববিষয়ক জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ব্যাখ্যা শোনানো হবে। বিকেলে বিভিন্ন প্রতিনিধিদল পূর্ণাঙ্গ সম্মেলন আয়োজন করবে এবং সরকারি কর্মরিপোর্ট যাচাই করবে।
ত্রয়োদশ জাতীয় গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র প্রথম অধিবেশনে অংশগ্রহণকারী সদস্যরা সোমবার সকালে ত্রয়োদশ এনপিসি'র প্রথম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। বিকেলে ত্রয়োদশ এনপিসি'র প্রথম অধিবেশনের গ্রুপ অধিবেশন আয়োজন করা হবে এবং সরকারি কর্মরিপোর্ট নিয়ে আলোচনা করা হবে।
চায়না ন্যাশনাল রেডিও (সিএনআর), চীনের কেন্দ্রীয় টেলিভিশন (সিসিটিভি), চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) এবং চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন) ত্রয়োদশ এনপিসি'র প্রথম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে। কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ তথ্য ওয়েবসাইটে সময়মতো প্রকাশিত হবে। (লিলি/টুটুল)