চীনের ত্রয়োদশ সিপিপিসিসি'র প্রথম অধিবেশন শুরু; কর্মরিপোর্ট পেশ
  2018-03-03 16:38:48  cri

মার্চ ৩: চীনের ত্রয়োদশ জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র প্রথম অধিবেশন আজ (শনিবার) বিকেল ৩টায় বেইজিংয়ে মহা গণভবনে অনুষ্ঠিত হয়। সি চিন পিংসহ চীনের কমিউনিস্ট পার্টি ও দেশের নেতৃবৃন্দ অধিবেশনে অংশ নেন।

ইউ চেং শেং সিপিপিসিসি'র দ্বাদশ স্থায়ী কমিটির পক্ষ থেকে অধিবেশনে কর্মরিপোর্ট পেশ করেন। রিপোর্টে বিগত ৫ বছরে সিপিপিসিসি'র সাফল্য পর্যালোচনা করা হয় এবং আগামী ৫ বছরে সংশ্লিষ্ট কাজ নিয়ে প্রস্তাব উত্থাপন করা হয়।

রিপোর্টে ইউ চেং শেং বলেন, বিগত পাঁচ বছরে সিপিপিসিসি পরামর্শের মাধ্যমে রাজনীতিতে অংশ নেওয়ার ধরণ সুসম্পূর্ণ করে তুলেছে, গণতান্ত্রিক তত্ত্বাবধানের ভূমিকা জোরালো করেছে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার ক্ষমতা সম্প্রসারিত করেছে। সিপিপিসিসি'র নতুন নেতৃবৃন্দ সার্বিকভাবে সমাজতান্ত্রিক আধুনিক দেশ গঠন করার প্রক্রিয়ায় ভালো প্রস্তাব উত্থাপন করবেন এবং ভালোভাবে যার যার ভূমিকা পালন করবেন বলে কর্মরিপোর্টে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ত্রয়োদশ সিপিপিসিসি'র সদস্য সংখ্যা ২১৫৮ জন এবং তাদের গড় বয়স ৫৫.৯ বছর। তাদের মধ্যে মাত্র ৩৯.৮ শতাংশ হচ্ছেন চীনের কমিউনিস্ট পার্টির সদস্য। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040